প্রচ্ছদ / জিহাদ ও কিতাল / আইএসআইএস এবং আইএসকেপি কি হক দল?

আইএসআইএস এবং আইএসকেপি কি হক দল?

প্রশ্ন

From: তারিক
বিষয়ঃ isis প্রসঙ্গ
প্রশ্নঃ
isis হক কি না ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া বা আইএসআইএস এবং আইএসকেপি বা ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স একটি ভ্রান্ত এবং ইসলাম ও মুসলমানদের দুশমন গোষ্ঠি। এরা ইসলামের বেশ ধরে মুসলমান ও ইসলামের ক্ষতি করছে। যদিও কিছু সরলপ্রাণ মুসলমান তাদের ধোঁকায় পড়ে তাদের দলে যোগ দিয়ে প্রতারিত হচ্ছে। কিন্তু তাদের মূল টার্গেট ও ইসলাম ও মুসলমানদের ধ্বংস করা। পৃথিবীর বুকে ইসলামকে হেয় ও ভয়ংকর হিসেবে প্রতিষ্ঠা করা।

আফগানিস্তানের মতো পৃথিবীর বুকে ইহুদী ও খৃস্টানদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একমাত্র ইসলামী রাষ্ট্র ধ্বংস করার জন্য এরা মসজিদ মাদরাসায় হামলা করতেও দ্বিধা করছে না। উলামায়ে কেরামগণকে টার্গেট করে হত্যাকাণ্ড পরিচালনা করছে।

এরা সুষ্পষ্ট খারেজী সম্প্রদায়। তাদেরকে হক মনে করার কোন সুযোগ নেই।

 

وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا [٤:٩٣]

যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। [সূরা নিসা-৯৩]

 أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا مَنْ مَاتَ مُشْرِكًا، أَوْ مُؤْمِنٌ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا، فَقَالَ هَانِئُ بْنُ كُلْثُومٍ: سَمِعْتُ مَحْمُودَ بْنَ الرَّبِيعِ، يُحَدِّثُ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: مَنْ قَتَلَ مُؤْمِنًا فَاعْتَبَطَ بِقَتْلِهِ، لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ صَرْفًا، وَلَا عَدْلًا.

আবূ দারদা (রাঃ)-বলেন,আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহ সব গুনাহই ক্ষমা করবেন; কিন্তু মুশরিক অবস্থায় কেউ মারা গেলে অথবা কোনো ঈমানদার ব্যক্তি অপর কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে (তা ক্ষমা করবেন না)। অতঃপর হানী ইবনু কুলসূম বলেন, আমি মাহমূদ ইবনুল রবী‘কে উবাদাহ ইবনুস সামিত (রাঃ) থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীস বর্ণনা করেছেন যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করলো এবং এতে আনন্দিত হলো, আল্লাহ তার কোনো ফরয বা নফল ইবাদাত কবুল করবেন না। [সুনানে আবু দাউদ,হাদীস নং-৪২৭০]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *