প্রশ্ন
মাহফুজুর রহমান, কুড়িগ্রাম,সবুজপাড়া।
বিষয়: জাল হাদীস
আসসালামু আলাইকুম।
একটি কথা জানতে চাচ্ছি যে, আল্লাহ তাআলা যে ব্যক্তির দিকে ৪০ বার নেক নজরে তাকায়, সে ব্যক্তি নাকি ভালো পথে আসে, আর যার দিকে খারাপ নজরে ৪০ বার তাকায় সে নাকি খারাপ পথে যায়?
এটা কি হাদীস?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না। এরকম কোন হাদীসের অস্তিত্ব সম্পর্কে আমাদের জানা নেই। তাই এটাকে হাদীস বলার অনুমতি আমরা প্রদান করছি না। এটাকে হাদীস হিসেবে বর্ণনা করা থেকে বিরত থাকতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের গুনাহের জন্য এটাই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই অন্যের কাছে (যাচাই ছাড়াই) বলে বেড়ায়। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪৯৯২, ইফাবা-৪৯০৭]
عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ
‘আলী (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। [সহীহ বুখারী, হাদীস নং-১০৬]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]