প্রচ্ছদ / প্রশ্নোত্তর / কবুল বলার বদলে ‘আলহামদুলিল্লাহ’ বললে বিবাহ শুদ্ধ হবে কি?

কবুল বলার বদলে ‘আলহামদুলিল্লাহ’ বললে বিবাহ শুদ্ধ হবে কি?

প্রশ্ন

From: শাহজালাল
বিষয়ঃ বিবাহ

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দ্বারা বিবাহ সহীহ হবে কি না? ওরফে প্রচলন পাওয়া যায়। যে কাভিলতু না বলে আলহামদুলিল্লাহ্‌ বলে। দলিল সহ জানালে উপকৃত হব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ। বিয়ে হয়ে যাবে। তবে স্পষ্টভাবে কবুল বলাই অধিক নিরাপদ। [আহসানুল ফাতাওয়া-৫/৩৬-৩৮]

امرأة قالت لرجل زوجت نفسى منك فقال الرجل بخداوندكارى پذيرفتم يصح النكاح، ولو لم يقل الرجل ذلك لكنه قال لها شاباش ان لم يقل بطريق الطنز يصح النكاح، (خلاصة الفتاوى، كتاب النكاح، الفصل الأول فى جواز النكاح، مكتبة أشرفية ديوبند-2/3)

امْرَأَةٌ قَالَتْ لِرَجُلٍ: زَوَّجْتُ نَفْسِي مِنْكَ فَقَالَ الرَّجُلُ بخداوند كَارِي بذير فُتُّمْ يَصِحُّ النِّكَاحُ وَلَوْ لَمْ يَقُلْ الرَّجُلُ ذَلِكَ لَكِنَّهُ قَالَ لَهَا شاباش إنْ لَمْ يَقُلْ بِطَرِيقِ الطَّنْز يَصِحُّ النِّكَاحُ، كَذَا فِي الْخُلَاصَةِ، (الفتاوى الهندية، قديم-1\272، جديد-1\337)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আট ভরি স্বর্নের উপর কতটুকু যাকাত আবশ্যক?

প্রশ্ন আচ্ছালামুয়ালাইকুম। মুহতারাম আমার একটা প্রশ্ন স্বর্ণের কত ভরি হলে যাকাত দিতে হবে। আর আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস