প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের অর্থ অন্য বিপদগ্রস্তদের জন্য ব্যয় করা যাবে কি?

বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের অর্থ অন্য বিপদগ্রস্তদের জন্য ব্যয় করা যাবে কি?

প্রশ্ন

হুজুর। এবার বন্যা উপলক্ষ্যে আমার কাছে বেশ কিছু টাকা বন্যার্তদের জন্য জমা হয়েছে। প্রায় সব টাকাই সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খরচ করা হয়েছে।

এখন আমার কাছে আবার কিছু টাকা আসছে। উক্ত টাকা কি আমি আমার এলাকার গরীব মানুষদের জন্য খরচ করতে পারি? দয়া করে দ্রুত জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি টাকাদাতাগণ উক্ত টাকা ব্যয়ের নির্ধারিত খাত বলে থাকেন, তথা বন্যার্তদের জন্যই তা ব্যবহার করতে হবে। তাহলে উক্ত টাকা অন্য খাতে ব্যবহার করা জায়েজ নয়।

সেই হিসেবে আপনার কাছে আসা বন্যার্তদের জন্য বরাদ্দকৃত টাকা বন্যার্তদের জন্যই ব্যবহার করতে হবে। অন্য খাতে ব্যয় করা জায়েজ হবে না।

তবে যদি দাতাগণ আমভাবে গরীব মানুষদের জন্য ব্যয়ের জন্য অনুমতি প্রদান করে থাকে, তাহলে ব্যবহার জায়েজ হবে।

وهنا الوکیل إنما یستفید التصرف من الموٴکل وقد أمره بالدفع إلی فلان فلا یملک الدفع إلی غیره کما لو أوصی لزید بکذا لیس للوصي الدفع إلی غیره، (رد المحتار، كتاب الزكاة، زكريا-3/189

وفيها – أي فی الیتیمة – سئل عمر الحافظ عن رجل دفع إلی الآخر مالاً، فقال له: ”هذا زکاة مالي فادفعها إلی فلان“ ، فدفعها الوکیل إلی آخر هل یضمن؟ فقال: نعم، له التعیین، (الفتاوى التاتارخانية-3/229

 السادس والعشرون: جعلت حجرتي لدهن سراج المسجد ولم یزد عليه صارت الحجرة وقفاً علی المسجد کما قال، ولیس للمتولي أن یصرف إلی غیر الدهن کذا فی المحیط، (البحر الرائق، كتاب الوقف، بيان ألفاظ الوقف-5/319

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস