প্রচ্ছদ / আদব ও আখলাক / দাঁড়িয়ে জুতা পরিধান করা কি হারাম?

দাঁড়িয়ে জুতা পরিধান করা কি হারাম?

প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেব আমার একটা প্রশ্ন খুব দ্রুত উত্তর পেলে ভাল হয়।

এক ভাই বলল দাঁড়িয়ে জুতা পরিধান করা হারাম।

সুনানে আবু দাঊদ ৪০৮৮ হাদিস নং নবীজি বলেছেন তোমাদের কেউ দাঁড়িয়ে জুতা পরিধান করো না।

এখন আমরা দেখি সবাই জুতা দাঁড়িয়ে পরে।

যদি জুতা দাঁড়িয়ে পরা হারাম হয় তাইলে হারাম কাজটা করার করলে গুনাহ হয়। তাই দাঁড়িয়ে জুতা পরলে কি গুনাহ হবে?

বিস্তারিত জানালে ভাল হবে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রথমে আমরা উপরোক্ত হাদীসটি দেখে নেই:

عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ قَائِمًا ‏

জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন দাঁড়িয়ে জুতা পরিধান না করে। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-, ইফাবা-৪০৮৮]

এ হাদীসে বসে জুতা পরিধান করতে উৎসাহ দেয়া হয়েছে।

এরপর আরেকটি হাদীস দেখি:

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ لِتَكُنِ الْيَمِينُ أَوَّلَهُمَا يَنْتَعِلُ وَآخِرَهُمَا يَنْزِعُ

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন জুতা পরবে, তখন সে যেন ডান পা থেকে শুরু করে। আর যখন কেউ জুতা খুলবে তখন সে যেন বাম পা থেকে শুরু করে। তাহলে ডান পা পরার সময় আগে থাকবে এবং খোলার সময় শেষে থাকবে।  [সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪০৯২]

এ হাদীসে জুতা পরিধানের সময় আগে ডান পা এবং খোলার সময় আগে বাম পা ব্যবহারে উৎসাহ দেয়া হয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা কাপড় পরবে এবং উযূ করবে,তখন ডান দিক থেকে শুরু করবে। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪০৯৪]

এ হাদীসে জামা ও অযু ডান দিক থেকে শুরু করতে উৎসাহ দেয়া হয়েছে।

যদি জুতা দাঁড়িয়ে পরিধান করতে অনুৎসাহিত করায়, দাঁড়িয়ে জুতা পরিধান হারাম হয়ে থাকে, তাহলে জুতা পরিধানে বাম পা আগে পরিধান করাও হারাম হবে!

জুতা খোলার সময় ডান পা আগে খোলাও হারাম হবে।

জামার বাম দিক থেকে পরিধান করাও হারাম হবে।

তাহলে উক্ত ভাই কি এসব ফাতওয়াও প্রদান করেন? নাকি শুধু জুতা দাঁড়িয়ে পরিধানের সাথেই তার ফাতওয়া সীমাবদ্ধ?

আসলে হাদীসের বাংলা অনুবাদ জানা আর হাদীসে মর্ম উপলব্ধি করা এক জিনিস নয়।

উপরোক্ত হাদীসগুলোতে উপরোক্ত কাজগুলো করতে উৎসাহ প্রদান করা হয়েছে। এসবই উক্ত বিষয়গুলোর আদব বা মুস্তাহাব আমল বা সুন্নাতে গায়রে মুআক্কাদা হিসেবে ধর্তব্য হবে।

জুতা পরিধানের সময় বসে জুতা পরিধান করা আদব।

ডান পা আগে ও খোলার সময় আগে বাম পা খোলা আদব।

জামা পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা ও খোলার সময় বাম দিক থেকে শুরু করা আদব।

এর বিপরীত করাকে আদবের খেলাফ বা খেলাফে সুন্নাত বলা যাবে। কিন্তু হারাম বলাটা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়।

قال الخطابي: يشبه أن يكون إنما نهى عن لبس النعل قائمًا؛ لأن لبسها قاعدًا أسهل عليه وأمكن له، وربما كان ذلك سببًا لانقلابه إذا لبسها قائمًا، فأمر بالقعود والاستعانة باليد فيه ليأمن غائلته (بذل المجهود-12/165، رقم-4135)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *