প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / মদ ও শুকরের গোশত ডেলিভারী করে ইনকাম করার হুকুম কী?

মদ ও শুকরের গোশত ডেলিভারী করে ইনকাম করার হুকুম কী?

প্রশ্ন

হুজুর। আমি অস্ট্রেলিয়া বসবাস করি। পড়াশোনা করি। পাশাপাশি একটি কোম্পানীর পণ্য হোম ডেলিভারীর কাজ করি। সেখানে জায়েজ পণ্যের সাথে সাথে মাঝে মদ ও শুকরের গোশত হোম ডেলিভারী করতে হয়।

এ বিষয়ে দয়া করে জানালে কৃতার্থ হবো। আমার জন্য কি মদ ও শুকরের গোশত ডেলিভারী করে ইনকাম করা জায়েজ হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। জায়েজ হবে না। তাই আপনার উচিত কোম্পানী কর্তৃপক্ষকে বলা যে, হারাম পণ্য ছাড়া অন্য পণ্যের ডেলিভারী আপনাকে দিয়ে করানোর জন্য।

যদি অন্য কোথাও ইনকামের ব্যবস্থা না হয়, তাহলে উক্ত হারাম পণ্য ডেলিভারী বাবদ যে অর্থ পাবেন, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।

উক্ত হারাম পণ্য ডেলিভারীর মূল্য আপনার জন্য ব্যবহার করা জায়েজ হবে না।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٥:٩٠]

হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। [সূরা মায়িদা-৯০]

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ [١٦:١١٥]

অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে হারাম করেছেন রক্ত, শুকরের মাংস [সূরা নাহল-১১৫]

ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ»

ইবনু উমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মদ, তা পানকারী, পরিবেশনকারী বিক্রেতা, ক্রেতা, উৎপাদক ও শোধনকারী, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয়- এদের সকলকে আল্লাহ লা‘নত করেছেন। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৬৭৪]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *