প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / আলীশান মসজিদ নির্মাণ কি কিয়ামতের আলামত?

আলীশান মসজিদ নির্মাণ কি কিয়ামতের আলামত?

প্রশ্ন

প্রথমেই তা’লীমুল ইসলাম ইনস্টিটিউ এন্ড রিসার্চ সেন্টার কর্তৃপক্ষকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অনলাইনভিত্তিক এতো সুন্দর দলীলভিত্তিক মাসায়েলের জবাবমূলক ওয়েব সাইট পরিচালনার জন্য।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আপনি নিশ্চয় জানেন যে, এখন সারাদেশেই পাকা মসজিদ নির্মাণ হচ্ছে। এসব মসজিদ নির্মাণে প্রায়শই আলীশান বিশাল বিশাল বিল্ডিং নির্ভর ও কারুকার্যমণ্ডিত মসজিদ বানানোর হিড়িক পড়ছে।

দেশের প্রায় প্রতিটি জেলায় এমন সব মসজিদ বানানো হচ্ছে, যেসবকে মসজিদ না বলে পার্ক বলাটাই অধিক উপযুক্ত।

এখন প্রতিযোগিতা করে মসজিদ কারুকার্যমণ্ডিত করা হচ্ছে।

আমি অনেক আগে শুনেছিলাম যে, কিয়ামতের আগে নাকি এভাবে মসজিদ নির্মাণের প্রতিযোগিতা হবে।

আল্লাহ মাফ করুন। আমি জানি না। এ কারণে আপনাদের দ্বারস্ত হলাম। আসলেই কি এভাবে বিশাল বিশাল মসজিদ নির্মাণ। যদিও মুসল্লির সংখ্যা তুলনামূলক বাড়ছে না।

এটা কি কিয়ামতের আলামত? দয়া করে বিস্তারিত জানালে কৃতার্থ হবো।

প্রশ্নকর্তা: নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

মসজিদ নির্মাণ কিয়ামতের আলামত নয়। কিন্তু মসজিদকে অতিরিক্ত কারুকার্য করা এবং মুসল্লি কম তবুও লোক দেখানোর জন্য এবং অন্যদের সামনে অহংকার করার জন্য বিশাল বিশাল আলীশান মসজিদ নির্মাণ করা অবশ্যই কিয়ামতের আলামত।

যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিশুদ্ধ হাদীস দ্বারা পরিস্কারভাবে বুঝা যায়।

তাই মসজিদকে অপ্রয়োজনীয় কারুকার্যমণ্ডিত করা, লোক দেখানোর জন্য বা অন্যদের সামনে অহংকার করার নিমিত্তে মসজিদ নির্মাণ করা থেকে বিরত থাকা আবশ্যক।

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ “

হযরত আনাস বিন মালেক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। [মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৩৭৯, সুনানে দারামী, হাদীস নং-১৪৪৮, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৭৩৯, সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪৪৯]

أَبِي الدَّرْدَاءِ قَالَ: «إِذَا حَلَّيْتُمْ مَصَاحِفَكُمْ، وَزَوَّقْتُمْ مَسَاجِدَكُمْ، فَالدَّمَارُ عَلَيْكُمْ

হযরত আবূ দারদা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তোমরা কুরআনে কারীমকে সুসজ্জিত করবে এবং মসজিদগুলোকে কারুকার্যমণ্ডিত করবে, তখন তোমাদের অবনতি এবং ধ্বংস অনিবার্য হবে। [আজ যুহদু ওয়ার রাক্বায়েক লিইবনুল মুবারক, হাদীস নং-৭৯৭,মুসন্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৮৭৯৯, কাশফুল খাফা, হাদীস নং-২৪২]

أَنَّ عَلِيًّا قَالَ: «إِنَّ الْقَوْمَ إِذَا زَيَّنُوا مَسَاجِدَهُمْ فَسَدَتْ أَعْمَالُهُمْ»

হযরত আলী রাঃ বলেন, যখন কোন জাতি মসজিদকে কারুকার্যমণ্ডিত করতে থাকবে, তখন তাদের আমল নষ্ট হবে। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৫১৩৪]

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «مَا كَثُرَتْ ذُنُوبُ قَوْمٍ إِلَّا زَخْرَفَتْ مَسَاجِدَهَا , وَمَا زَخْرَفَتْ مَسَاجِدَهَا إِلَّا عِنْدَ خُرُوجِ الدَّجَّالِ»

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, যখন কোন জাতির অপরাধ বেড়ে যায়, তখন তাদের মসজিদগুলো অত্যান্ত সুন্দর সুন্দর করে বানানো হয়। আর মসজিদগুলোকে একমাত্র দাজ্জাল আত্মপ্রকাশের সময়ই সৌন্দর্যমণ্ডিত করে বানানো হবে। [আসসুনানুল ওয়ারিদা ফিলফিতান লিদদানী, হাদীস নং-৪১৬]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস