প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / চাকুরীস্থলে ব্যক্তি কসর পড়বে নাকি পুরো নামায পড়বে?

চাকুরীস্থলে ব্যক্তি কসর পড়বে নাকি পুরো নামায পড়বে?

প্রশ্ন

আমার প্রশ্ন হল, আমি ঢাকায় একটি মাদরাসায় খিদমাত করি। মাদরাসায়ই থাকি। আমার বাড়ি সিলেট। বিবি বাচ্চা সিলেটেই থাকে। অনেক সময় প্রতি সপ্তাহে বাড়িতে যাই। আবার অনেক সময় দুই সপ্তাহ বা এক মাস পরেও যাই।

আমার প্রশ্ন হল, আমার চাকুরীস্থল মাদরাসায় যদি পনের দিনের কম অবস্থানের নিয়তে থাকি, তাহলে আমি মুকীম নাকি মুসাফির? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি কোথাও ব্যক্তি অবস্থান করে। সেখানে তার বিবি বাচ্চা তথা পরিবার না থাকলেও যদি সেখানেই সর্বদা থাকার নিয়ত থাকে। তাহলে সেটি ওয়াতানে আসলী এর হুকুমে চলে আসে। এক্ষেত্রে যদিও পরিবার নিয়ে অবস্থান না করে, তবু উক্ত ব্যক্তি সেখানে অবস্থানকালে মুকীমই ধরা হবে। মুসাফির নয়।

সেই হিসেবে যেহেতু আপনি ঢাকায় মাদরাসায় পড়ান। আর এখানেই আপনি থাকার নিয়ত করেছেন। তাই ঢাকায় যখনি প্রবেশ করবেন আপনি মুকীম হয়ে যাবেন। তাই পূর্ণ নামাযই পড়তে হবে। কসর পড়া যাবে না।

أو توطنه بأن اتخذها دارا، وليس من قصده الارتحال عنها بل التعيش بها وإن لم يتأهل بها (طحطاوى على الدر، كتاب الصلاة، باب صلاة المسافر-1/336)

أى عزم على القرار فيه، وعدم الارتحال وإن لم يتأهل (رد المحتار، كتاب الصلاة، باب صلاة المسافر-2/614)

وطن أصلى: وهو الذى ولد فيه الإنسان أو له فيه زوج فى عصمته، أو قصد أن يرتزق فيه، وإن لم يولد به، ولم يكن له به زوج (الفقه على مذاهب الأربعة، ما يبطل به القصر، وبيان الوطن الأصلى وغيره، دار الفكر-1/480)

والطن الأصلى هو الذى ولد فيه الإنسان، أو تزوج فيه، أو لم يتزوج، ولم يولد فيه، ولكن قصد التعيش لا الارتحال عنه (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب المسافر، دار الكتاب ديوبند، جديد-1/429)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

নামাযে মধ্যে ‘আল্লাহু আকবার’ বলার সময় যদি ‘আকবার’ এর ‘বা’ উচ্চারণের সময় টেনে পড়ে, তাহলে নামায হবে কি?

প্রশ্ন নামাযে মধ্যে ‘আল্লাহু আকবার’ বলার সময় যদি ‘আকবার’ এর ‘বা’ উচ্চারণের সময় টেনে পড়ে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস