প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদের সীমানা সোজা করতে অন্য স্থানের সাথে মসজিদের জায়গা পরিবর্তন করা যাবে কি?

মসজিদের সীমানা সোজা করতে অন্য স্থানের সাথে মসজিদের জায়গা পরিবর্তন করা যাবে কি?

প্রশ্ন

আব্দুর রশিদ। পত্নীতলা, নওগাঁ

হুজুর আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আশা করি ভাল আছেন।

প্রশ্ন ১। আমার মহল্লার মসজিদের পাশে যে প্রতিবেশীর জায়গা তার সীমানাটি বাঁকা হয়ে পশ্চিম পাশে মসজিদের ওয়ালের আড়াই ফিটের মধ্যে ঢুকে গেছে। আবার মসজিদের সীমানার পূর্ব পার্শ্বটি প্রতিবেশীর বাড়ির ওয়ালে লেগে আছে। এখন প্রশ্ন হল জায়গাটি বিনিময়ের মাধ্যমে সীমানা সোজা করে নেওয়া যাবে কিনা? এবং

২। প্রতিবেশী তার জায়গার সীমানা বরাবর নতুন করে ওয়াল দিয়ে ওয়াল এর পরে মসজিদের যে জায়গা থাকবে সেই জায়গা দিয়ে ওই প্রতিবেশীর পরিবার চলাফেরা করতে পারবে কিনা ?

বিঃদ্রঃ : (বর্তমানে তারা মসজিদ ও বাড়ির মধ্যবর্তী 7 ফুট প্রশস্ত গলির মধ্য দিয়েই চলাফেরা করছে। মহল্লার সাধারণ মানুষের ওই রাস্তায় চলাফেরার প্রয়োজন নেই)

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যে স্থানটি মূল মসজিদের অন্তর্ভূক্ত হয়ে গেছে। তথা যেখানে নামায পড়া হয়। সেই অংশ ছাড়া মসজিদের প্রয়োজনে ওয়াকফ করা অতিরিক্ত স্থান সোজা করার উদ্দেশ্যে এভাবে জায়গা বিনিময় করা জায়েজ আছে। সুতরাং বদলায় পাওয়া জমিনে চলাচল করাও উক্ত ব্যক্তির ও তার পরিবারের জন্য জায়েজ হবে।

কিন্তু মূল মসজিদের কোন অংশ চাই তা মূল মসজিদের দেয়ালই হোক না কেন অন্য কোন স্থানের সাথে বিনিময় করে বদল করা জায়েজ নয়।

مبادلة الوقف بدار أخرى إنما تجوز إذا كانت فى محلة واحدة وتكون المحلة المملوكة خيرا من المحلة الموقوفة (الفتاوى الهندية-2/400، جديد-2/375، الدر المختار مع رد المحتار-6/586، مجمع الأنهر، بيروت-2/576، مصرى قديم-1/736، البحر الرائق-5/373، البناية-7/460)

مبادلة الوقف بدار الأخرى إنما تجوز إذا كانتا فى محلة واحدة أو محلة الأخرى خيرا (رد المحتار-6/586)

ولا يوضع الجذع على جدار المسجد وإن كان من اوقافه (رد المحتار-6/548)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

মোবাইল ঘড়ি বা ইলেক্ট্রনিক সামগ্রিতে নাপাক লাগলে কিভাবে পাক করবে?

প্রশ্ন আস সালামু আলাইকুম, যে সকল জিনিস পানি দ্বারা ধৌত করা যায় না, সে সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *