প্রশ্ন
আমার এক ফুফু মারা গেছেন কিছু দিন আগে।
ওনার এক ছেলে এক মেয়ে আছেন। তো ওনার সম্পত্তি ওনার ভাইয়েরা বলতেছে তার ছেলে মেয়ে পাবে না।
জীবিত থাকতে ওনার ভাইয়েরা ওনার ভাগের সম্পত্তি দিয়া দিছিলো। ছেলে মেয়েরা বাবার সম্পত্তি পায় নাই। মানে নাই আরকি।
তো ছেলেটা মার বাড়িতেই আছে,এখন মারা যাওয়ার পরে বলতেছে এই কথা।
মুফতি সাহেব একটু জানাবেন।
আইনুল হুসাইন হবিগঞ্জ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি আপনার ফুপু ভাইদের কাছ থেকে বাবার সম্পদ তার যতটুকু হক তা মৃত্যুর আগেই গ্রহণ করে থাকে, তাহলে এখন তার মারা যাবারা পর ছেলে মেয়েরা মায়ের সম্পদ আবার নতুন করে নিতে পারবে না।
যেহেতু আগেই তার হক গ্রহণ করা হয়েছে।
আর যদি আপনার ফুপু মৃত্যুর আগে তার প্রাপ্ত ত্যাজ্য সম্পদ গ্রহণ করে না থাকে, তাহলে এখন তার ছেলে মেয়েরা উক্ত হক গ্রহণ করতে পারবে।
সুতরাং আপনার ফুপুর ভাইয়েরা সত্য বলছে না মিথ্যা বলছে এটা প্রমাণাদির মাধ্যমে নির্ধারণ করতে হবে। যদি সত্য বলে থাকে, তাহলে তাদের উপর কোন প্রকার চাপ সৃষ্টি করে আবার ত্যাজ্য সম্পদ নেয়ার সুযোগ নেই। আর যদি না দিয়ে মিথ্যা বলে থাকে, তাহলে সামাজিকভাবে কিংবা আদালতের মাধ্যমে প্রাপ্ত সম্পদ গ্রহণ করা যাবে।
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ [٤:١١]
আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। [সূরা নিসা-১১]
لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا مَّفْرُوضًا [٤:٧]
পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা-মাতা ও আত্নীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে; অল্প হোক কিংবা বেশী। এ অংশ নির্ধারিত। [সূরা নিসা-৭]
ثم يقسم الباقى بين ورثته الذى ثبت إرثهم بالكتاب والسنة (الدر المختار مع رد المحتار-10/497، البحر الرائق-9/367، السراجى فى الميراث-10)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]