প্রচ্ছদ / আহলে হাদীস / শায়েখ মতিউর রহমান মাদানী ও শায়েখ আবু বকর যাকারিয়াদের লেকচার শোনা ও বই পড়া যাবে কি?

শায়েখ মতিউর রহমান মাদানী ও শায়েখ আবু বকর যাকারিয়াদের লেকচার শোনা ও বই পড়া যাবে কি?

প্রশ্ন

Minhajul Abedin Hasib

মতিউর রহমান মাদানি (হাফিযাহুল্লাহ), ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া (হাফিযাহুল্লাহ), ড. মাঞ্জুরে এলাহী (হাফিযাহুল্লাহ) উনাদের বক্তব্য শোনা ও বই পড়া যাবে?

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। তাদের বক্তব্যও শোনা যাবে না এবং তাদের লিখিত বই পড়াও যাবে না।

কারণ, তারা প্রত্যেকেই হাজার বছর ধরে পৃথিবীর জমহুর মুমিন মুসলমানদের অনুসৃত সুন্নাহ সম্মত আমল এবং হাজার বছর আগে থেকেই ফায়সালাকৃত মাসায়েল নিয়ে উম্মতের মাঝে বিভেদ সৃষ্টিকারী। আর বিভেদ সৃষ্টিকারী হত্যাকারীর চেয়েও জঘন্য।

এছাড়া তারা কুরআন ও হাদীসের প্রচুর মনগড়া ব্যাখ্যা ও ভ্রান্ত আকীদাও লালন করেন।

সুতরাং এসব ফেতনাবাজ ব্যক্তিদের বক্তব্য শোনাও বই পড়া কিছুতেই জায়েজ নয়।

وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ  [٢:٢١٧]

আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহা পাপ।  [সূরা বাকারা-২১৭]

وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا [٤:١١٥]

মুমিনদের পথ ছাড়া অন্য কোনও পথ অনুসরণ করবে, আমি তাকে সেই পথেই ছেড়ে দিবো যা সে অবলম্বন করেছে। আর তাকে জাহান্নামে নিক্ষেপ করবো, যা অতি মন্দ ঠিকানা। [সূরা নিসা-১১৫]

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়েদা-২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *