প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / মসজিদের ভিতর জানাযার পড়ার হুকুম কী?

মসজিদের ভিতর জানাযার পড়ার হুকুম কী?

প্রশ্ন

علي اكرم

আসসালামু আলাইকুম! হযরত মসজিদের সামনে মাঠ থাকা ‌অবস্থায় মসজিদে ভিতর জানাযার নামাজ আদায় করার শরীয়াতের বিধান কি? জানালে উপকৃত হব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মাঠ থাকা সত্বেও মসজিদের ভিতরে জানাযার নামায পড়া মাকরূহে তাহরীমী। তবে জানাযা হয়ে যাবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فِي الْمَسْجِد، فَلَا شَيْءَ عَلَيْهِ

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মসজিদে জানাযার সালাত পড়লো, তাতে তার কোন ছওয়াব হলো না। [সুনানে আবু দাউদ-২/৪৫৪, হাদীস নং-৩১৯১, সুনানে ইবনে মাজাহ-১০৯, হাদীস নং-১৫১৭, মুসনাদে আহমাদ-২/৪৫৫, হাদীস নং-৯৮৬৫]

وكرهت تحريما وقيل تنزيها فى مسجد جماعة هو أى الميت فيه وحده، أو مع القوم الخ (رد المحتار-3/126، الفتاوى الهندية-1/165، جديد-1/226، تاتارخانية-3/87، رقم-3786)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

 

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *