প্রচ্ছদ / আদব ও আখলাক / নবুওয়তপ্রাপ্তির আগে নবীর পরিধেয় লুঙ্গী খুলতে চাইলে নবীজী বেহুশ হয়ে যান?

নবুওয়তপ্রাপ্তির আগে নবীর পরিধেয় লুঙ্গী খুলতে চাইলে নবীজী বেহুশ হয়ে যান?

প্রশ্ন

আমাদের নবী নবুওয়তপ্রাপ্তির আগে যখন কাবা ঘর নির্মাণ করা হচ্ছিল। তখন তার পরিধেয় লুঙ্গি খুলে মাথায় দেয়ার চেষ্টা করলে নবীজী বেহুশ হয়ে যান মর্মে শুনতে পেরেছি। এ ঘটনা কি সত্য? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, এ ঘটনা সত্য। বিশুদ্ধ সূত্রে এ ঘটনা হাদীস ও সীরাতের কিতাবে এসেছে।

جَابِرَ بْنَ عَبْدِ اللهِ قَالَ لَمَّا بُنِيَتْ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ فَخَرَّ إِلَى الأَرْضِ وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَ أَرِنِي إِزَارِي فَشَدَّهُ عَلَيْهِ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কা‘বা ঘর পুনর্নির্মাণের সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ‘আববাস (রাঃ) পাথর বহন করছিলেন। ‘আববাস (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বললেন, তোমার লুঙ্গিটি কাঁধের ওপর দিয়ে নাও। তিনি তা করলে মাটিতে পড়ে গেলেন এবং তাঁর উভয় চোখ আকাশের দিকে তাকিয়ে থাকল। তখন তিনি বললেনঃ আমার লুঙ্গি দাও এবং তা বেঁধে নিলেন। [সহীহ বুখারী, হাদীস নং-৫২৮২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *