প্রশ্ন
হুজুর। আমার ডেকোরেশন ব্যবসা আছে। মাইক, সাউন্ড সিষ্টেম এবং অনুষ্ঠানের পর্দা ইত্যাদি ভাড়া দিয়ে থাকি।
এখন আমার প্রশ্ন হল, গানের কনসার্ট, মঞ্চ নাটক ইত্যাদির জন্য কি আমার ডেকোরেশন সামগ্রী ভাড়া দেয়া জায়েজ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু এসবের জায়েজ ব্যবহারের সুযোগ রয়েছে। তাই ভাড়া দিয়ে উপার্জন হালাল। যারা ভাড়া নিয়ে গোনাহের কাজ করছে তারা তাদের কৃতকর্মের কারণে গোনাহগার হবে। এতে ভাড়াদাতার গোনাহ হবে না।
وعلم من هذا أنه لا يكره بيع ما لم تقم المعصية به (رد المحتار-9\561، النهر الفائق-3\268)
وإنما المعصية بفعل المستأجر وهو فعل فاعل مختار كشربه الخمر وبيعها، وهو المختار، (الموسوعة الفقهية الكويتية-9\215، البحر الرائق-8\372)
وإنما المعصية بفعل المستأجر وهو مختار فيه فقطع نسبته عنه (طحطاوى على الدر-4\194)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক -তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীন বাজার, সালেহপুর ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com