প্রশ্ন
From: নুসাইবাহ বিনতে নূর
বিষয়ঃ মহিলাদের নামায
প্রশ্নঃ
আসসালামু ‘আলাইকুম
প্রশ্ন-১
*মহিলারা নামাযে দাঁড়ানো অবস্থায় দুই পা কিভাবে রাখবে?
দুই পায়ের গোড়ালি একত্রিত রেখে সামনে( বৃদ্ধাংগুলীর দিকে) চার আঙ্গুল ফাঁকা রাখবে? নাকি দুই বৃদ্ধাঙ্গুলিকে একত্রে রাখবে?
প্রশ্ন-২
*ফরজ নামাযে দুই সিজদার মাঝের দোয়া পড়া যাবে কি? ইহা কি অপছন্দনীয়?
প্রশ্ন-৩
* জেনারেল শিক্ষায় অধ্যয়নরতদের উদ্দেশ্যে কিছু ইসলামি দাম্পত্য,পর্দাসংক্রান্ত ও আদর্শ ইসলামি নারী হওয়ার জন্য উপকারি কিছু বইয়ের নাম জানাবেন!
আপনাদের ব্যস্ত সময় থেকে সাধারণ মানুসের এতো জিজ্ঞাসার উত্তর রেফারেন্স সহ দেবার জন্য, জাঝাকাল্লাহ খইর!
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১ম প্রশ্নের উত্তর
দাঁড়ানোর সময় উভয় পা গোড়ালী ও সামনের আঙ্গুল সবটাই মিলিয়ে রাখবে।
গোড়ালী মিলানো আর সামনের আঙ্গুল ফাঁকা রাখবে না। এটা ভুল পদ্ধতি।
عن ابن عباس أنه سئل عن صلاة المرأة، فقال : “تجتمع وتحتفز”(رواه ابن أبي شيبة ورجاله ثقات)
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. কে জিজ্ঞেস করা হয়েছে, মহিলা কীভাবে নামায আদায় করবে? তিনি বললেন, খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামায় আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ১/৩০২)
এর রাবীগণ সকলে বিশ্বস্ত।
২ নং প্রশ্নের উত্তর
পড়া যায়। এটা পছন্দনীয়।
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي»
ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ সাজদার মাঝে এ দু‘আ পড়তেনঃ ‘‘আল্লাহুম্মাগফির লী,(হে আল্লাহ! আমাকে ক্ষমা কর) ওয়ারহামনী (আমার উপর দয়া কর), ওয়া ‘আফিনী (আমাকে আরোগ্য দান কর), ওয়াহদিনী (আমাকে হেদায়াত দান কর), ওয়ারযুক্বনী (আমাকে রিজিক দান কর)’’। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৮৫০, সুনানে তিরমিজী, হাদীস নং-২৮৪]
৩নং প্রশ্নের উত্তর
১
বেহেশতী জেওর
মাওলানা আশরাফ আলী থানবী রহঃ।
২
ইসলাহী নিসাব
মাওলানা আশরাফ আলী থানবী রহঃ।
৩
ফিক্বহুন নিসা
মাওলানা হেমায়েত উদ্দীন।
৪
তালীমুস সুন্নাহ
মুফতী মানসূরুল হক।
৫
আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম।
আবুল হোসেন ভট্টাচার্য।
৬
ঠাকুরমার স্বর্গযাত্রা।
আবুল হোসেন ভট্টাচার্য।
৭
সীরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শায়েখ ইদ্রিস কান্ধলবী রহঃ।
প্রকাশ- ইসলামিক ফাউন্ডেশন।
৮
মুসলিম উম্মাহের পতনে বিশ্বের কি ক্ষতি হল?
লেখক- মাওলানা আবুল হাসান আলী নদবী।
অনুবাদ-মাওলানা আবু তাহের মেসবাহ।
৯
নওমুসলিমদের ঈমানজাগানিয়া সাক্ষাৎকার।
অনুবাদক-মাওলানা যাইনুল আবেদীন।
১০
ফাযায়েলে সাদাকাত। ফাযায়েলে আমাল, ফাযায়েলে হজ্ব। ফাযায়েলে দরূদ।
শায়েখ জাকারিয়া কান্ধলবী রহঃ।
১১
দেওবন্দ আন্দোলনঃ ইতিহাস ঐতিহ্য ও অবদান।
লেখক- মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া।
১২
তাফসীরে মাআরেফুল কুরআন।
মূল লেখক- মুফতী শফী রহঃ।
অনুবাদ-মাওলানা মুহিউদ্দীন খান।
১৩
তাউযীহুল কুরআন।
শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী।
১৪
মুন্তাখাব হাদীস।
মা্ওলানা ইউসুফ কান্ধলবী রহঃ।
১৫
হেকায়েতে সাহাবা।
মাওলানা ইদ্রিস কান্ধলবী রহঃ।
১৬
নবীজির নামায
ড শাইখ মুহাম্মদ ইলিয়াস ফয়সাল
মদীনা মুনাওয়ারাহ
পরিবেশক:
মাকতাবাতুল আশরাফ
ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার, ঢাকা- ১১০০।
প্রকাশক:
মুমতায লাইব্রেরী
ইসলামী টাওয়ার, ৬ষ্ঠ তলা
১১ বাংলাবাজার, ঢাকা- ১১০০
ফোন- ৭১৬৪৫২৭, ০১৭১১-১৪১৭৬৪
১৭
দলিলসহ নামাযের মাসায়েল [বর্ধিত সংস্করণ]
মাওলানা আব্দুল মতিন
প্রকাশক : মাকতাবাতুল আযহাব (৯৮৮১৫৩২, ০১৯২৪০৭৬৩৬৫)
১৮
লা-মাযহাবীদের দলীলহীন মতবাদ
সংকলক-মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
প্রকাশক- আহলে হক মিডিয়া প্রকাশনা বিভাগ ঢাকা।
মোবাইল-০১৯১৮৯৭৬৬৮৬
প্রাপ্তিস্থান
ক)
তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
১৫০/সি, ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা ঢাকা।
খ)
মকতাবাতুল ই’তিসাম
মালিবাগ ঢাকা ১২১৭
[জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার পুর্ব গেইট]01748591438
01977460621
(01740833005 বিকাশ)
১৯
ফাযায়েলে আমল ও উলামায়ে দেওবন্দঃ আপত্তি ও খণ্ডন
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
প্রকাশক
রাহনুমা প্রকাশনী বাংলাবাজার ঢাকা।
২০
হাদীস ও সান্নাহয় নামাযের পদ্ধতি
মাওলানা মুহাম্মদ আবদুল মালেক
প্রকাশক
মুহাম্মদ হাবীবুর রহমান খান
আল আবরার ট্রাষ্ট
৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০
ফোন : ৭১৬৪৫২৭, ০১৭১১১৪১৭৬৪]
প্রাপ্তিস্থান
মাকতাবাতুল আশরাফ
ইসলামী টাওয়ার (দোকান নং : ৫)
১১ বাংলাবাজার, ঢাকা ১১০০
২১
হাদীসের আলোকে মহিলাদের সালাত পদ্ধতি
লেখক-ডঃ এ বি এম হিজবুল্লাহ
প্রকাশক
ডঃ এ বি এম হিজবুল্লাহ
অধ্যাপক
আল কুরআন এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ
৪৫৩, শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
টেলিফোন-৮০৫৩২৫০, মোবাইল-০১৭১৫৭৮৪৩৪
প্রাপ্তিস্থান
বাইতুশ শাকুর জামে মসজিদ
দক্ষিণ পশ্চিম শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা-১২১৬, টেলিফোন-৮০৫৩২৫০, মোবাইল-০১৭১৫৭৮৪৩৪
আল কুরআন এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
এছাড়া কাটাবন কমপ্লেক্সেস সকল লাইব্রেরী।
এছাড়া আহসান পাবলিকেসন্স
৩৮/৩, বাংলাবাজার নীচতলা, ফোন-৯৬৭০৬৮৬
হক লাইব্রেরী
১৮ নং আদর্শ পুস্তক বিপনী বিতান, বাইতুল মুকাররম, ঢাকা -১০০০, ফোন-৯৫৭১৫৬৩।
২২
তোহফায়ে আহলে হাদীস
শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ।
সহজীকরন ও বিন্যাস :
শাইখুল হাদীস মুফতী সাঈদ আহমাদ পালনপুরী
মাওলানা আমীন পালনপুরী
২৩
ইসলামী আক্বিদা ও ভ্রান্ত মতবাদ।
লেখক মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব।
২৪
গায়রে মুকাল্লিদদের স্বরূপ সন্ধানে।
প্রকাশক-মালিবাগ জামিয়া শারইয়্যাহ ঢাকা-১২১৭
২৫
মাওলানা রফিকুল ইসলামী মাদানী রচিত-
মাযহাব মানি কেন?
২৬
মুফতী তাক্বী উসমানী রচিত
মাযহাব কি ও কেন? (অনুবাদ)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]