প্রশ্ন
From: আরিফুল ইসলাম
বিষয়ঃ জায়েজ আছে কি নাই
প্রশ্নঃ
আমার প্রশ্নটি হলো,
আমাদের নবী [হযরত মোহাম্মদ (সা:) ] কি হাদিস বা কোরআন বলেছেন যে, আমার পরে নবি হলে আল্লাহ এমন জনকে নবী বানাতো? যদি বলে থাকেন, তাহলে কাকে নবী বানাতে বলেছিলেন ?
দলিল সহ জানতে চাই। দয়াকরে শিঘ্রই উত্তর দিবেন। উত্তরের আশায় রয়েছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আমাদের নবী আখেরী নবী। আমাদের নবীর পর আর কোন নবীর জন্ম হবে না কিয়ামত পর্যন্ত।
তবে নবীজী ফযীলত হিসেবে বলেছেন যে, যদি আমাদের নবীর পর কেউ নবী হতো তাহলে হযরত উমর রাঃ নবী হতেন।
কিন্তু যেহেতু আমাদের নবীর পর আর কোন নবী নেই, তাই তিনি নবী হতে পারেননি।
বিশুদ্ধ সনদে হাদীসের কিতাবে উক্ত বর্ণনা আসছে।
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ نَبِيٌّ بَعْدِي لَكَانَ عُمَرَ بْنَ الخَطَّابِ»
হযরত উকবা বিন আমের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার পরে কেউ নবী হতো, তাহলে উমর বিন খাত্তাব রাঃ নবী হতেন। [সুনানে তিরমিজী, হাদীস নং-৩৬৮৬, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৭৪০৫, আলমু’জামুল কাবীর লিততাবারানী, হাদীস নং-৮২২]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201