প্রশ্ন
From: সারিদ আহমেদ চৌধুরী
বিষয়ঃ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি।
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম
আমি উনার ব্যাপারে উলামায়ে দেওবন্দের দুইটি মত পেয়েছি। সেই জন্য কোন সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই।
এক মত যে, তিনি প্রকৃত সুন্নতের অনুসারি ছিলেন,যেই মত টি আমি মনজুর নোমানির একটি কিতাব থেকে পেয়েছি।
আরেকটি মত টি পেয়েছি সাজিদ খান নকসবন্দির বক্তব্য থেকে তিনি উনাকে সুন্নতের অনুসারি হিসাবে মানছেন না।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উলামায়ে দেওবন্দের তাহকীককৃত সর্বশেষ মতামত হল, শায়েখ আব্দুল ওয়াহহাব নজদী রহঃ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন।
শাখাগত মাসায়েলে তিনি ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ এর মাযহাবের অনুসারী ছিলেন।
চার মাযহাব তথা হানাফী, শাফেয়ী, মালেকী ও হাম্বলী মাযহাবের যে কোন একটির অনুসরণকে জরুরী মনে করতেন।
যা তার লিখিত গ্রন্থাবলী যেমন ‘আদদুরারুস সানিয়্যা ফিল আজয়িবাতিন নাজদিয়্যাহ’, ‘আর রাসায়িলুস সাখসিয়্যাহ’, কিতাবুত তাওহীদসহ গ্রন্থাবলী অধ্যয়ন করার দ্বারা বুঝা যায়।
বিস্তারিত মাওলানা মনজূর নোমানী রহঃ এর গ্রন্থ “শায়েখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব কে খেলাফ প্রোপাগাণ্ডা আওর হিন্দুস্তান কে উলামায়ে হক পর উছ কা আছর” পড়ুন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201