প্রশ্ন
জানাযা নামাযের কাতারে তিন কাতারের আলাদা কোন ফযীলত আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ। এ বিষয়ে হাদীসে ফযীলত আসছে। সুতরাং যদি মানুষ কম হয়, তাহলে কমপক্ষে তিন কাতার করে পড়া উত্তম। এর চেয়ে কম বেশি হলে সমস্যা নেই।
আর বেজোড় কাতার করাও জরুরী নয়।
عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ الشَّامِيِّ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: كَانَ إِذَا أُتِيَ بِجِنَازَةٍ، فَتَقَالَّ مَنْ تَبِعَهَا، جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ، ثُمَّ صَلَّى عَلَيْهَا، وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا صَفَّ صُفُوفٌ ثَلَاثَةٌ مِنَ الْمُسْلِمِينَ عَلَى مَيِّتٍ إِلَّا أَوْجَبَ»
মালিক ইবনু হুবায়রা আশ্-শামী (রাঃ) থেকে বর্ণিত, তিনি সহাবী ছিলেন। মারসাদ (রহঃ) বলেন, কোন জানাযা উপস্থিত হলে এবং লোকসংখ্যা কম হলে, তিনি তাদের তিন সারিতে কাতারবন্দী করে সালাত পড়তেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মৃতের জানাযায় মুসলমানদের তিন সারি লোক হলেই তা (জান্নাত) অবধারিত করে। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৪৯০, সুনানে আবূ দাউদ, হাদীস নং-৩১৬৬, সুনানে তিরমিজী, হাদীস নং-১০২৮]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
