প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / নিজের ওয়াজিব কুরবানী রেখে পিতার পক্ষ থেকে কুরবানী দিলে কুরবানীর হুকুম কী?

নিজের ওয়াজিব কুরবানী রেখে পিতার পক্ষ থেকে কুরবানী দিলে কুরবানীর হুকুম কী?

প্রশ্ন

যার উপর কুরবানী ওয়াজিব সে নিজের নামে না দিয়ে অন্যের নামে কুরবানী দিতে পারবে কিনা যেমন সে তার নিজের নামে না দিয়ে তার বাবার নামে দিলো অথচ ওয়াজিব তার উপরে? জাযাকুমুল্লাহু খাইরান

প্রশ্নকারী: ahmad Maymun

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। নিজের পক্ষ থেকেই কুরবানী দিতে হবে। নিজের উপর কুরবানী আবশ্যক হলে অন্যের পক্ষ থেকে কুরবানী দিলে নিজের ওয়াজিব কুরবানী আদায় হবে না।

তাই নিজের পক্ষ থেকে আগে আদায় করতে হবে। তারপর আলাদা অংশে অন্য কারো পক্ষ থেকেও আদায় করতে পারবে।

وهى واجبة على حر موسر عن نفسه لأنه أصل فى الوجوب عليه (مجمع الأنهر، كتاب الأضحية-4\166، قديم-2\516)

وتجب على كل حر مسلم موسر مقيم عن نفسه، وقوله عن نفسه لأنه أصل فى الوجوب عليه (البحر الرائق، كتاب الأضحية-8\318-319)

تجب على حر مسلم عن نفسه (رد المحتار-9\457)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *