প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের একটি প্রকাশনী আছে। আমরা ধর্মীয় বিভিন্ন বই এবং মানুষের জন্য উপকারী বই প্রকাশ করে থাকি।
আমাদের প্রকাশনীতে মাঝে মাঝে এমন এমন ব্যক্তিরা তাদের বই প্রকাশ করতে চায়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী নয়। বরং বিভিন্ন ভ্রান্ত ফিরক্বার সাথে সম্পৃক্ত। তারা তাদের মতের অনুকুল বই প্রকাশ করতে চায়।
এখন প্রকাশনী হিসেবে আমাদের উক্ত বই প্রকাশ করা কতটুকু শরীয়তসম্মত? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু ভ্রান্ত ফিরক্বার বই। তাই তা প্রকাশ করা মানে সেই ভ্রান্ত ফিরক্বার প্রচারে সহযোগিতা করা। তাই তা করা যাবে না।
তবে প্রকাশের দ্বারা সরাসরি গোনাহ হবে না। তাই এর পারিশ্রমিক জায়েজ হবে।
কিন্তু ভ্রান্ত কাজের সহযোগী হবার কারণে এ কাজ করা থেকে বিরত থাকা জরুরী।
তবে যদি তাদের ভ্রান্তিতা প্রকাশের জন্য বই প্রকাশ করা হয়, তাহলে জায়েজ আছে।
যেমন কাদিয়ানীদের কুফরী প্রকাশের জন্য তাদের প্রকাশিত বই প্রকাশ করা ইত্যাদি।
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়েদা-২]
وَلاَ يَجُوزُ اسْتِئْجَارُ كَاتِبٍ لِيَكْتُبَ لَهُ غِنَاءً وَنَوْحًا؛ لأِنَّهُ انْتِفَاعٌ بِمُحَرَّمٍ (الموسوعة الفقهية الكويتية، كتاب الإجارة، الفصل السابع انواع الإجارة بحسب مايؤجل، الفرع الثالث إجارة الأشخاص، المطلب الأول الأجير الخاص، الإجارة المعاصى والطاعات-1/290)
“ولایجوز الاستئجار علی المعاصي کاستئجار الإنسان للعب و اللهو المحرم وتعليم السحر والشعر المحرم وانتفاع كتب البدع المحرمة، وكاستئجار المغنية والنائحة للغناء والنوح، لأنه استئجار علی المعصیة والمعصیة لاتستحق بالعقد. (الفقه الإسلامى وأدلته-4/537)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201