প্রচ্ছদ / ক্রয়-বিক্রয় / যে প্রাণী খাওয়া যায় না এমন প্রাণী ক্রয় বিক্রয় করার হুকুম কী?

যে প্রাণী খাওয়া যায় না এমন প্রাণী ক্রয় বিক্রয় করার হুকুম কী?

প্রশ্ন

যে প্রাণী খাওয়া যায় না এমন প্রাণী ক্রয় বিক্রয় করার হুকুম কী? যেমন বাঘ ভাল্লুক ক্রয় বিক্রয়ের ব্যবসা করার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি এর মাধ্যমে কোন প্রকার উপকার অর্জন করা যেমন চিকিৎসা ইত্যাদির কাজে লাগে, তাহলে তা খাওয়া না গেলেও ক্রয় বিক্রয় করা জায়েজ আছে।

“وذكر أبو الليث أنه يجوز بيع الحيات إذا كان ينتفع بها في الأدوية وإن لم ينتفع فلايجوز”. (فتح القدير: كتاب البيوع، مسائل منثورة، ٧ / ١١٨)

“قال أبو الليث: يجوز بيع الحيات إذا كان ينتفع بها لا إن لم ينتفع بها، كذا في الفتح) ” النهر الفائق شرح كنز الدقائق (3/512)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *