প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ভুলে বাড়িতে ফেলে যাওয়া বস্তু কি করা উচিত?

ভুলে বাড়িতে ফেলে যাওয়া বস্তু কি করা উচিত?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আহলে হক হক্কানী উলামায়ে কেরামের নেসবতে এবং পরিচালনায়, পরিপূর্ণ শার’য়ী পর্দার সাথে প্রতিমাসে অনেক মহিলা আমাদের বাড়িতে দ্বীনি মজলিসে বয়ান/তালিম শুনতে এসে থাকে। অনেক সময়ই তারা তাদের বিভিন্ন জিনিসপত্র ভুল করে আমাদের বাড়িতে রেখে চলে যাণ। এবং সেসব জিনিসপত্রগুলো আমরা নিজেদের জিনিস ভেবে ব্যবহারও করেছি।পরে, এগুলো আমাদের জিনিস না- এটা জানার পর এগুলোর মালিককে খোঁজার চেষ্টা করেছি। কিছু জিনিস দেখেই বুঝেছি এগুলোর মালিক কারা, তবে তাদের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। এবং কিছু জিনিসের মালিক কে- তা বহু চেষ্টা করেও জানতে পারিনি।

এখন এই জিনিসপত্রগুলোর মালিককে খুঁজে না পেলে কি করণীয়? আমরা কি এসব নিজেদের কাছে রেখে ব্যবহার করে যেতে পারব? উল্লেখ্য, আমরা অত্যান্ত সচ্ছল আলহামদুলিল্লাহ। অন্যদিকে যেগুলোর মালিকদের চিনতে পেরেছি, কিন্তু তাদের ঠিকানা খুঁজে বের করে জিনিসপত্রগুলো তাদের হাতে পৌঁছে দেয়া অনেক পেরেশানীর কাজ ও কঠিন হবে। সেই জিনিসগুলো কি করা উচিত?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

বারবার ঘোষণা করে মালিককে খুজতে হবে। যথা সম্ভব উক্ত বস্তুগুলো তাদের মালিকের কাছে ফেরত পাঠাতে হবে।

যদি সম্ভব না হয়, তাহলে তা কোন গরীবকে দান করে দিতে হবে মালিকের নামে।

তবে কখনো যদি মূল মালিক পাওয়া যায়, তাহলে মালিক চাইলে তাকে তা ফেরত দিতে হবে। আর না চাইলে ক্ষমা পেয়ে যাবে।

কোনভাবেই ধনী ব্যক্তির জন্য উক্ত হারানো মাল ব্যবহার করা জায়েজ নয়।

عن ابى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: سئل عن اللقطة، فقال: لا تحل اللقطة من التقط شيئا فليعرفه سنة، فإن جاء صاحبها فليردها إليه وإن لم يأت صاحبها فليتصدق بها، فإذا جاء فليخيره بين الأجر، وبين الذى له (سنن الدار قطنى، كتاب الرضاع-4\108، رقم-4343، المعجم الأوسط-1\600، رقم-2208)

وإن كان الملتقط غنيا لم يجز له أن ينتفع بها…… وإن كان الملتقط فقيرا فلا بأس بأن ينتفع بها (هداية، كتاب اللقطة-2\617، البحر الرائق-5\264)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *