প্রচ্ছদ / তাবলীগ জামাত / প্রচলিত তাবলীগে গেলে কি আল্লাহর রাস্তার সওয়াব পাওয়া যাবে?

প্রচলিত তাবলীগে গেলে কি আল্লাহর রাস্তার সওয়াব পাওয়া যাবে?

প্রশ্ন

Turn off for: Bangla

From: Nawaz Sharif. Chittagong

চট্টগ্রাম থেকে বলছি নেওয়াজ শরীফ, আমি একজন ছাত্র।

আল্লাহর রাস্তা বলতে কি বুঝায়।কোন কোন কাজ করলে সরাসরি আল্লাহর রাস্তার ফজিলত পাওয়া যাবে কোরআন এবং হাদিস মতে?
ইলম শিক্ষা, ইসলাহে নফস, তাবলীগ, জিহাদ এই চারটি ছাড়া কি আর কি কোন আল্লাহ রাস্তা আছে?
প্রচলিত তাবলীগ করলে কি কোরআন এবং হাদীসে বর্ণিত তাবলীগের ফজিলত ও সোওয়াব পাব?
তাবলীগে গেলে অনেক ফজিলত এর কথা শোনা যায়,যেমন এক সকালে এক বিকেল আল্লাহর রাস্তায় অনেক দামি, আরো অনেক ফজিলত, কিন্তু একদম ওলামা একরাম বলে এগুলো জিহাদের ফজিলত। জিহাদের বর্ণিত আল্লাহর রাস্তার ফজিলত প্রচলিত তাবলীগে ব্যবহার করা যাবে?
তাহলে কি আমি তাবলীগে গিয়ে এই ফজিলতগুলো অর্জন করতে পারব না। আর যদি আমি এই ফজিলতগুলো না পাই তাহলে প্রচলিত তাবলীগ গিয়ে আমি কি নিয়ত করব ফযিলতের জন্য? প্রচলিত তাবলীগ কি সরাসরি আল্লাহর রাস্তা ?

জিহাদের উদ্দেশ্যে ব্যবহারিত আল্লাহর রাস্তায় ফজিলত কি আমরা তাবলীগের গিয়ে পাবো, যেহেতু তাবলীগও আল্লাহর রাস্তায় জিহাদও আল্লাহর রাস্তায়।

কোরআন ও হাদিসের তাবলীগ ও প্রচলিত তাবলীগ এর মধ্যে পার্থক্য কি। প্রচলিত তাবলীগ এরমধ্যে থেকে কি কোরআন এবং হাদিসের বর্ণিত তাবলীগের কাজ করা যাবে ও সওয়াবও পাওয়া যাবে।

কোরআন হাদিসের বর্ণিত তাবলীগ করলে কি আল্লাহর রাস্তার ফজিলত পাওয়া যাবে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কোন প্রশ্ন করার আগে দয়া করে সাইটে ইতোপূর্বে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর প্রকাশিত হয়েছে কি না? দয়া করে সার্চ করে দেখে নিলে ভালো হয়। তাহলে হয়তো অনেক প্রশ্ন করার কষ্ট থেকে রক্ষা পেতে পারেন।

আপনার কাঙ্খিত প্রশ্নটির একাধিক উত্তর আমাদের সাইটে অনেক আগেই প্রকাশিত হয়েছে।

নিম্নের দু’টি লিংকের উপর ক্লিক করে লেখা দু’টি পড়ে নিন। আপনার উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

ফী সাবীলিল্লাহ শব্দের তাহকীকঃ তাবলীগী ভাইয়েরা কি এ শব্দটি গলদ ব্যবহার করছে?

আল্লাহর রাস্তা বলতে কি শুধু জিহাদ উদ্দেশ্য?

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *