প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার প্রস্রাব বারবার বের হবার উজর রয়েছে। সেই সাথে বারবার বায়ু নিঃসরণেরও সমস্যা আছে।
প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কিভাবে নামায পড়বো?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এক্ষেত্রে যদি আপনি কোন এক ওয়াক্তের নামায সহীহভাবে পড়ার মত সুযোগ না পান। বরং এর মাঝ দিয়ে পেশাব বা বায়ু বের হয়ে পড়ে। তাহলে আপনাকে মাজূর ধরা হবে।
আর মাজূরের ক্ষেত্রে বিধান হল, প্রতিটি নামাযের সময় হলে অযু করবে। তারপর উক্ত অযু দিয়ে ঐ নামাযের সময় থাকা অবস্থায় যত ইচ্ছে ফরজ সুন্নাত, নফল, কাযা ইত্যাদি নামায পড়তে পারবে। যতই বায়ু বা পেশাব বের হোক না কেন, নতুন করে অযু করার প্রয়োজন নেই।
وصاحب عذر من به سلس بول لا يمكنه إمساكه أو استطلاق بطن أو إنفلات ريح….. إن استوعب عذره تمام وقت صلاة مفروضة، بأن لا يجد فى جميع وقتها زمنا يتوضأ ويصلى فيه خاليا عن الحدث…….. فإذا خرج الوقت بطل (رد المحتار، كتاب الطهارة، باب الحيض، مطلب فى أحكام المعذور-1/504-505، البحر الرائق-1/373)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]