প্রচ্ছদ / আহলে হাদীস / আব্দুল কাদীর জিলানী রহঃ কি হানাফীদের জাহান্নামী বলেছেন?

আব্দুল কাদীর জিলানী রহঃ কি হানাফীদের জাহান্নামী বলেছেন?

প্রশ্ন

আব্দুল কাদির জিলানি কি হানাফিদের জাহান্নামী বলেছেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আব্দুল কাদীর জিলানী রহঃ সকল হানাফীদের জাহান্নামী বলেননি। বরং কতিপয় পথভ্রষ্ট হানাফীদের জাহান্নামী ফিরক্বার অন্তর্ভূক্ত বলেছেন। দেখুন গুনিয়াতুত তালেবীন-১৭২ পৃষ্ঠা।

যেমন কতিপয় মুসলমান জাহান্নামী। কতিপয় আহলে হাদীস জাহান্নামী। তেমনি শাফেয়ী, হাম্বলী এবং মালেকী মাযহাবের কতিপয় অনুসারী জাহান্নামী। তেমনি কতিপয় হানাফীরাও জাহান্নামী। এতে আশ্চর্য হবার মত কিছু নেই।

কিন্তু আব্দুল কাদির জিলানী রহঃ এর অনুসারী সকলকে জাহান্নামী কোথাও বলেননি।

কিভাবে ইমাম আবূ হানীফা রহঃ এর অনুসারীদের আব্দুল কাদীর জিলানী রহঃ জাহান্নামী দল বলতে পারেন? অথচ তিনিই তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তালেবীনের এক স্থানে আবূ হানীফা রহঃ কে ‘ইমামে আযম আবূ হানীফা’ বলে সম্বোধন করেছেন। দেখুন ৪২০ পৃষ্ঠা।

এছাড়া একাধিক স্থানে অন্য ইমামদের বক্তব্য উদ্ধৃত করে ইমাম আবূ হানীফা রহঃ এর কওলও গুরুত্বসহ উদ্ধৃত করেছেন।

তবে নামায নিয়ে ফিতনা সৃষ্টিকারী ‘আহলে হাদীস’ নামধারীদের আব্দুল কাদীর জিলানী রহঃ ইবলিশের ডিম থেকে নির্গত ‘হাদীস’ নামক শয়তানের বাচ্চা বলে উল্লেখ করেছেন। [দেখুন, গুনিয়াতুত তালেবীন-১৮৬ পৃষ্ঠা]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …