প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, এতিম কোন বাচ্চার লালন পালনের দায়িত্ব যদি কেউ নেয়, বা স্ত্রীর আগের ঘরের সন্তানদের পিতা হিসেবে সৎবাবার নামে আইডি কার্ড, জন্মনিবন্ধন কার্ড এর মাঝে পরিচিত করানো, বা লেখা কতটুকু শরীয়তসম্মত? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আসল বাবার নাম বাদ দিয়ে অন্য কারো নাম পিতা হিসেবে উল্লেখ করা কিছুতেই জায়েজ নয়। হাদীসের মাঝে এমন করতে সরাসরি নিষেধাজ্ঞা এসেছে।
তাই এভাবে আইডি কার্ডে, জন্মনিবন্ধন কার্ডে বাবার নাম পরিবর্তন করা শরীয়তসম্মত নয়। বরং আসল বাবার নামই লিখতে হবে।
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ [٣٣:٥]
তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। [সূরা আহযাব-৬]
أن الأولى والأعدل أن ينسب الرجل إلى أبيه نسبا (تفسير قرطبى-14/119)
عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ
সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম। [সহীহ বুখারী, হাদীস নং-৬৫০৯]
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ – وَهُوَ يَعْلَمُهُ – إِلَّا كَفَرَ، وَمَنِ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
আবূ যার (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, কোন লোক যদি নিজ পিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও অন্য কাকে তার পিতা বলে দাবী করে তবে সে আল্লাহর কুফরী করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সঙ্গে বংশ সম্পর্কিত দাবী করল যে বংশের সঙ্গে তার কোন বংশ সম্পর্ক নেই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। [সহীহ বুখারী, হাদীস নং-৩৫০৮]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com