প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মৃত্যু পরবর্তী কুলখানি চল্লিশা অনুষ্ঠান বিদআতঃ এসব থেকে বিরত থাকতে হবে!

মৃত্যু পরবর্তী কুলখানি চল্লিশা অনুষ্ঠান বিদআতঃ এসব থেকে বিরত থাকতে হবে!

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম

আমার নাম আলাউদ্দিন পবাসী কুয়েত আমার প্রশ্ন আমাদে দেশে পচলিত নিয়ম হল কোন লোক মারা গেলে কুলখানি হয় যেমন চার দিন পনের দিন চল্লিশ দিন এখন আমি জানতে পারলাম এটা বেদাত  কিন্তু আমি একজন সাদারন মানুষ জদি বলি আমি আমার আম্মার কুলখানি করবনা তা হলে আমাকে হয়ত আমাদের এলাকার আলেম আছে তারা আমাকে সমাজ থেকে বাদ দিয়া দিবে অথবা আমি মারা গেলে আমাকে কবর ও দিবেনা এখন এই পচলিত নিয়ম কি ভাবে বাংগা যায় আমার কি করা উচিত  এবং আগে জদি আমার আম্মা মারা যায় আমার বাবা ও আমার কথা মেনে নিবেনা  এখন আমার কোন পথে জাওয়া উচিত দয়া করে উএর দিবেন যাজাকুমুল্লাখাইরান

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার জানা কথাটি সঠিক। মৃত্যু পরবর্তী কুলখানী, চল্লিশা এসবই বিদআত। যা অবশ্যই পরিত্যাজ্য।

এক্ষেত্রে আপনি আপনার আব্বা আম্মাকে বুঝান। এটি শরীয়ত গর্হিত বিষয়। আপনি আপনাদের এলাকার কওমী পড়ুয়া আলেমদের সাথে আলাপ করুন। তারা আপনার সহযোগী হবে অবশ্যই। এছাড়াও যদি সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার এলাকায় আলেম বা মুরুব্বীদের আমাদের সাথে যোগাযোগ করতে বলুন। ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করবো তাদের কুরআন ও হাদীসের দলীল দিয়ে তাদের এ বিষয়টি বুঝাতে। বাকি আল্লাহ তাআলার কাছে দুআ করুন। যেন সকল বিদআত আমাদের সমাজ থেকে উঠে যায়।

اى أنشأ واخترع وأتى بأمر حديث من قبل نفسه…… (ما ليس منه) أى رأيا ليس له فى الكتاب أو السنة عاضد ظاهر أو خفى، ملفوظ أو مستنبط (فهو رد) أى مردود على فاعله لبطلانه، (فيض القدير، رقم الديث-8333)

وضع الحدود وإلتزام الكيفيات والهيئات المعينة فى أوقات معينة لم يوجد ذلك التعين فى الشريعة، (الإعتصام-1/39)

وفيه ايضا- ومنها التزام الكيفيات والهيئات المعينة كالذكر بهيئة الإجتماع  على صوت واحد واتخاذ يوم ولادة النبى صلى الله عليه وسلم عيدا، وما اشبه ذلك.. الخ (الإعتصام-1/29)

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *