বিগত পবিত্র রমজান মাসে সূচনা হয়েছিল তালীমুল ইসলাম ইনষ্টিটিউ এন্ড রিসার্চ সেন্টার ও আহলে হক মিডিয়ার অভিযাত্রা। এবারের পবিত্র রমজানে এর প্রথম বর্ষপূর্তি হল।
অনেক সংকট, বাঁধা ও অপ্রতুলতার মাঝেও আল্লাহ রাব্বুল আলামীন এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। কিছু ভাইয়ের আন্তরিক সহযোগিতা ও বড়দের দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামীন এ প্রতিষ্ঠান পুরো বছর জুড়েই কিছু দ্বীনী কাজ করার প্রয়াস করেছে। প্রকাশিত হয়েছে ৯২৩টি প্রশ্নোত্তর। প্রবন্ধ নিবন্ধ ক্যাটাগরিতে প্রায় ১২২ টি লেখা প্রকাশিত হয়েছে। সেই সাথে আহলে হকের ইউটিউব চ্যানেলে প্রায় ১৫২ টি ভিডিও আপলোড হয়েছে। তালীমুল ইসলাম ইনষ্টিটিউট রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বেশ কয়েকটি বাহাসেও অংশগ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমাতে সব ক’টিতে আল্লাহ তাআলা সফলতা দান করেছেন।
এভাবেই কেটে গেছে একটি বছর। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া প্রকাশ করতে, সেই সাথে উলামায়ে কেরামের সুচিন্তিত মতামত জানতে আয়োজন করা হয়েছিল আজ ২রা জুলাই ২০১৫ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার একটি ইফতার মাহফিল ও পরামর্শ সভার। এতে উপস্থিত ছিলেন অনলাইন ও অফলাইনে বাতিল বিরোধী সক্রীয় অংশগ্রহণকারী বেশ কিছু বিদগ্ধ আলেম উলামা।
উপস্থিত ছিলেন
মাওলানা তাহমীদুল মাওলা মুহাদ্দিস-জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা।
# মাওলানা নুরুল ইসলাম,পরিচালক-জামিয়াতুল ঈমান ঢাকা।
# মাওলানা মাসঈদ আহমাদ,মুহাদ্দিস-সাঈদনগর মাদরাসা ঢাকা।
# মুফতী জহীরুর ইসলাম সিরাজী,পরিচালক-দারুল হুদা আলইসলামিয়া নৈশ মাদরাসা।
# মাওলানা হাসান জামিল,খতীব-বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা।
# মাওলানা আবু হাসসান রাইয়্যান,পরিচালক-রায়হানুল উলুম মাদরাসা ঢাকা।
# মুফতী শামসুদ্দোহা আশরাফী,প্রিন্সিপাল-জামিয়া ইসলামিয়া রাউজাতুল উলুম ঢাকা।
# মুফতী সানাউল্লাহ,সহকারী মুফতী-বাংলাদেশ ফিক্বহ একাডেমী ঢাকাসহ আরো বেশ কিছু আলেম উলামা ও শুভানুধ্যায়ীবৃন্দ।
অত্যান্ত ভাবগাম্ভির্জ পরিবেশে অনুষ্ঠিত হল দুআ ও পরামর্শ সভাটি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামীন আহলে হক মিডিয়া ও তালীমুল ইসলাম ইনষ্টিটিউটের সকল কার্যক্রমকে কবুল করুন। সকল প্রয়োজনকে তার কুদরতী খাজানা থেকে পূর্ণ করে দিন। আমীন। ছুম্মা আমীন।