প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ফেইসবুকে ছবি আপলোড করার হুকুম কী?

ফেইসবুকে ছবি আপলোড করার হুকুম কী?

প্রশ্ন

ফেইসবুকে ছবি আপলোড করার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মহিলাদের ছবি হলে বৈধ নয়। পুরুষদের ছবি জায়েজ পদ্ধতিতে প্রদর্শিত হলে জায়েজ আছে। তবে উত্তম নয়। বিশেষ করে সমাজের পথিকৃত যেমন উলামায়ে কেরামগণকে এ কর্ম থেকে বিরত থাকাই তাক্বওয়ার দাবী।
কিন্তু এসব ছবি প্রিন্ট করা জায়েজ নয়। [তাকমিলা ফাতহুল মুলহিম-৪/১৬৪]

আসলে বর্তমানে ছবি তোলা একটি ফ্যাশনে পরিণত হয়েছে। যদিও অনেক উলামায়ে কেরাম কম্পিউটার ও মোবাইল স্ক্রীণে থাকা অবস্থার ছবিকে জায়েজ বলেছেন, কিন্তু তা যে তাক্বওয়া ও পরহেযগারীর খেলাফ তাতে কারো কোন দ্বীমত নেই।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

হজ্জ অবস্থায় রক্ত দেয়ার হুকুম কী?

প্রশ্ন মাননীয় মুফতী সাহেব, হজ্জরত অবস্থায় রক্তদান করলে হুকুম কি? কোন জরিমানা আসবে কিনা? দলিল …