প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ইউটিউবে দ্বীনী ভিডিও আপলোড করার হুকুম কী?

ইউটিউবে দ্বীনী ভিডিও আপলোড করার হুকুম কী?

প্রশ্ন

ইউটিউবে দ্বীনী ভিডিও আপলোড করার দ্বারা কি গোনাহ হবে ? একাজটি কি জায়েজ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

জায়েজ আছে। নাজায়েজের কোন কারণই এতে বিদ্যমান নেই। বরং ইখলাসের সাথে দ্বীন প্রচারের নিয়তে কেউ তা করলে যারাই এর দ্বারা দ্বীনী উপকার পাবে, এর সওয়াব আপলোডকারীর আমলনামায় লিখা হতে থাকবে।
রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন ভাল কাজের পথ দেখায় সে উক্ত কাজ সম্পাদনকারীর ন্যায় সওয়াব পায়। {সহীহ মুসলিম, হাদীস নং-১৮৯৩}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

জুলুমকারীর উপর লা’নত বর্ষণ করা যাবে কি?

প্রশ্ন লানত শব্দের বাংলা অর্থ জানতে চাই। লানত বলতে কি বুঝায় জানতে চাই। কেউ যদি …