প্রচ্ছদ / আদব ও আখলাক / নামাযরত ব্যক্তিকে ডাকলে তার করণীয় কি?

নামাযরত ব্যক্তিকে ডাকলে তার করণীয় কি?

প্রশ্ন

নামাযরত অবস্থায় কেউ যদি ডাকে, তাহলে কী করণীয়? অর্থাৎ নামাযরত ব্যক্তি কিভাবে একথা জানাবে যে, সে নামাযরত আছে?

জবাব

بسم الله الرحمن الرحيم

নামাযরত অবস্থায় কোন ব্যক্তির প্রশ্নের জবাব দেবার নিমিত্তে কোন কিছু বললে বা করলে নামায ভঙ্গ হয়ে যায়। কিন্তু সে নামাযরত একথা জানানোর জন্য কিছু কাজ করতে পারে, এর দ্বারা নামায ভঙ্গ হয় না। যেমন-সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলবে, কিংবা ক্বিরাত একটু জোরে পড়বে, যাতে যে ডাকছে সে বুঝতে পারে যে, লোকটি নামাযরত। তাতে নামায ভঙ্গ হবে না। {ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১/৪৯}

فى رد المحتارسمع اسم الله تعالى فقال جل جلاله أو النبي صلى الله عليه وسلم فصلى عليه ، أو قراءة الإمام فقال صدق الله ورسوله تفسد إن قصد جوابه الخ وقيد بقصد الجواب لأنه لو لم يرد جوابه بل أراد إعلامه بأنه في الصلاة لا تفسد اتفاقا  (رد المحتار، كتباب الصلاة، باب ما يفسد الصلاة-2/381

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *