নামঃ মুহাম্মাদ তাকবীর হাসান
ঠিকানাঃ পুরান ঢাকা
প্রশ্ন
কিছুক্ষণ সময় দ্বীন নিয়ে চিন্তা ফিকির করা ৬০ থেকে ৭০ বছর নফল ইবাদাতের সমান ।
আমি কোন এক কিতাবে পেয়েছিলাম (প্রসঙ্গত আমি আলেম নই) জনৈক সাহাবী(রাঃ) আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে ছিলেন, তো ওনার এই আমালের প্রতি এই লাভ বলা হয়েছিল ।
প্রশ্ন হলঃ আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর অপরদিকে আমাদের তাবলীগ জামাতের মাশোয়ারায় শুধুমাত্র মেহনতের কাজ ওঠানোর ফিকির করা সমান কিনা ? আর সমান হলে মাসোয়ারায় যে কথাটি বলা হয়ে থাকে ৬০/৭০ বছর নফল ইবাদতের সওয়াব এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা কি ?
আস-সালামু-আ’লাইকুম
ফি-আমানিল্লাহ
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ পাকের অপার কুদরত,নেয়ামত ও অনুগ্রহরাজি নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করা একটি প্রসংশনীয় কাজ। এ বিষয়ে অনেক আয়াত ও হাদীস রয়েছে।ঠিক তেমনিভাবে দ্বীন নিয়ে চিন্তা-ফিকির করাও একটি প্রসংশনীয় কাজ।
তবে প্রশ্নে উল্লেখিত কথাটি রাসূলের হাদীস হিসাবে প্রমাণিত নয়। এ বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রহ. বলেন,-
” وحديث تفكر ساعة خير من عبادة سبع أو سبعين أو سبعمائة سنة قال الحافظ ابن حجر هو من أوله إلى آخره لا أصل له؟
“কিছুক্ষণ (আল্লাহর কুদরত বা দ্বীন) নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করা সাত বা সত্তর কিংবা সাত শত বছর ইবাদতের চেয়ে উত্তম” কথাটির আগাগোড়াই রাসূলের হাদীস হিসাবে প্রমাণিত নয়।
«الفواكه الدوانى على رسالة ابن أبي زيد القيروانى»
[আরো দেখুন- ইবুনল যাওজী রহ.কৃত আল মাওযুআত ৩/১৪৪। মুনাবী কৃত ফয়জুল কাদীর, লামহাত মিন তারীখিস সুন্নাহ ওয়া উলুমিল হাদীস পৃ.৮৯,৯০। ]তবে আল্লাহ পাকের সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণার গুরুত্বের বিষয়ে সিররী সাকতী রহ.এর একটি উক্তি রয়েছে। তিনি বলেন- تفكر ساعة خير من عبادة سنة অর্থাৎ “কিছুক্ষণ (আল্লাহর কুদরত বা দ্বীন) নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করা এক বছর ইবাদতের চেয়ে উত্তম”। মোল্লা আলী কারী রহ.বলেন এটি রাসূলের হাদীস নয় বরংএটি সিররী সাকতী রহ.এর বক্তব্য। (আল মাসনু ১/৮১)।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
মাওলানা মুহসিনুদ্দীন খান
সহকারী গবেষক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।