প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / উপরের তলায় দাঁড়ানো মুসল্লিগণ যদি ইমামের সামনে দাঁড়ায় তাহলে নামায হবে কি?

উপরের তলায় দাঁড়ানো মুসল্লিগণ যদি ইমামের সামনে দাঁড়ায় তাহলে নামায হবে কি?

প্রশ্ন

আমাদের  মসজিদ পাঁচ তলা। নীচতলায় মার্কেট, ইমাম দোতলায় দাঁড়ায়। দোতলা এবং তিন তলায় মসজিদের পশ্চিম দিকের দেয়ালের সামনে ৫-৬ ফুট জায়গায় মেহরাব এবং স্টোর রূম অবস্থিত, যা চার তলা এবং পাঁচ তলায় নাই অর্থাৎ চার তলা এবং পাঁচ তলার পশ্চিম দিকের দেয়াল দোতলা এবং তিন তলার পশ্চিম দিকের দেয়ালের চেয়ে ৫-৬ ফুট পশ্চিমে অবস্থিত। যে কারণে চার তলা এবং পাঁচ তলার প্রথম কাতারের মুসল্লীরা দোতলায় দাঁড়ানো ইমামের ও ১ ফুট সামনে পশ্চিমে দাঁড়ায়।

এ কারণে চার তলা এবং পাঁচ তলার প্রথম কাতারের মুসল্লীদের নামাযে কোন সমস্যা হবে কিনা?

প্রশ্নকর্তা- খাইরুল আলম

উত্তর

بسم الله الرحمن الرحيم

নিচতলায় ইমাম সাহেব যেখানে দাঁড়ান উপরতলায় সেই বরাবর থেকে পিছনে দাঁড়াতে হবে। যদি ইমাম সাহেব থেকে মুক্তাদীর পা আগে বেড়ে যায়, তাহলে ইক্তিদা সহীহ হবে না। নামাযও হবে না। তাই উপরতলায় দাঁড়াতে হবে নিচ তলার প্রথম কাতার বরাবর বা ইমাম সাহেব যেখানে দাঁড়ান তার পিছনে। ইমামের আগে দাঁড়ালে আগে দাঁড়ানো মুসল্লির জন্য ইমামের ইক্তিদা সহীহ হবে না।

فلا يضر تقدم أصابع المقتدي على الإمام حيث حاذاه بالعقب ما لم يفحش التفاوت بين القدمين، حتى لو فحش بحيث تقدم أكثر قدم المقتدي لعظم قدمه لا يصح كما أشار إليه بقوله ما لم يتقدم إلخ. (رد المحتار، كتاب الصلاة، باب الامامة، مطلب هل الإسائة دون الكراهة-2/308، البحر الرائق-1/252

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

আট ভরি স্বর্নের উপর কতটুকু যাকাত আবশ্যক?

প্রশ্ন আচ্ছালামুয়ালাইকুম। মুহতারাম আমার একটা প্রশ্ন স্বর্ণের কত ভরি হলে যাকাত দিতে হবে। আর আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস