প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / হাদীস ও তাফসীর গ্রন্থ স্পর্শ করে পড়ার জন্য কি ওজু আবশ্যক?

হাদীস ও তাফসীর গ্রন্থ স্পর্শ করে পড়ার জন্য কি ওজু আবশ্যক?

প্রশ্ন

আসসালামু আলাইকুম
নাম:মুজাহিদ ইসলাম রায়হান
রংপুর, বাংলাদেশlপ্রশ্ন :

হাদিস গ্রন্থ  ও তাফসীর গ্রন্থ স্পর্শ করে পড়ার জন্য কি ওজু  আবশ্যক?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ধরা যাবে। তবে অজু করে নেয়া মুস্তাহাব। {মাহমুদিয়া-৪/১০৮}

ويكره لهم (الجنب والمحدث) مس كتب التفسير والفقه والسنن (الفتاوى الهندية-1/39)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …