প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / স্থায়ী কেপ লাগানো দাঁতের ভিতরে পানি প্রবেশ না করলে ওজু হবে কি?

স্থায়ী কেপ লাগানো দাঁতের ভিতরে পানি প্রবেশ না করলে ওজু হবে কি?

প্রশ্ন:

জনাব

আসসালামু আলাইকুম

মোটরসাইকেল এক্সিডেন্ডে আমার সামনের তিনটি দাত অর্ধেক ভেঙ্গে যায়। পরবর্তীতে রুট কানেল করে ডাক্তার তিনটি দাতেই স্থায়ী কেপ লাগিয়ে দেয়। এখন আমার প্রশ্ন এর কারনে কি আমার ফরজ গোসল, ওজু ইত্যাদিতে কোন সমস্যা হবে? জানালে উপকৃত হব।

যাযাকাল্লাহ
মো: মনিরুল ইসলাম
মালিবাগ,ঢাকা,বাংলাদেশ।

জবাব

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, কোন সমস্যা নেই। আপনার ফরজ গোসল মুখে পানি দিয়ে গড়গড়া করলেই আদায় হয়ে যাবে।

 

فى الفتاوى الهندية-  والصرام والصباغ ما في ظفرهما يمنع تمام الاغتسال وقيل كل ذلك يجزيهم للحرج والضرورة ومواضع الضرورة مستثناة عن قواعد الشرع (الفتاوى الهندية-1/13) 

 

প্রামান্য গ্রন্থাবলী:

১- ফাতাওয়া আলমগীরী-১/১৩

২-ফাতাওয়া শামী-১/২৮৪

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস