প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / সর্দি লাগা কাপড় পরিধান করে নামায পড়া যাবে কি?

সর্দি লাগা কাপড় পরিধান করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
জামার কোন এক কোনে ওজরবশত সর্দি মোছা হলে অথবা সর্দির পর নাক মোছা হলে
সেই জামায় কি সালাত আদায় করা যাবে? সালাতের মাঝে হঠাৎ সর্দি গড়িয়ে পড়লে
এবং যদি রুমাল না থাকে তখন জামার হাতা বা কোন এক অংশ ব্যাবহারের ব্যাপারে
হুকুম কি?
প্রশ্নকর্তা- মাহতাব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সর্দির কারণে নাক থেকে ঝরা পানি নাপাক নয়। এ কারণেই এর দ্বারা অজু ভেঙ্গে যায় না। সুতরাং সর্দি কোন কাপড়ে লেগে থাকলে উক্ত কাপড়সহ নামায পড়া জায়েজ আছে। কোন সমস্যা নেই। তবে অধিক পরিচ্ছন্ন কাপড় পরিধান করে নামায পড়া উত্তম বটে।

ولو نزل من الرأس فطاهر اتفاقا، وفى التنجيس: أنه طاهر كيفما كان وعليه الفتوى، (البحر الرائق-1/37

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর …

No comments

  1. মাহমুদ

    জাযাকাল্লাহু খাইরান, হযরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস