প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / লজ্জাস্থানে মুখ দেয়া হুকুম কি?

লজ্জাস্থানে মুখ দেয়া হুকুম কি?

প্রশ্ন

From:nizamuddin

Subject: স্বামী – স্ত্রীর যৌন অঙ্গে মুখ দেয়া কি হারাম?
Country : Bangladesh
Message Body:

স্বামী বা স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেয়া কি জায়েজ?

জবাব:

بسم الله الرحمن الرحيم

স্বামী বা স্ত্রী পরস্পর যৌনাঙ্গে মুখ দেয়া নোংরামী এবং পশুত্বের নিদর্শন। এমনটি করা মাকরুহে তাহরীমী। [ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৯/১৪২}

فى الفتاوى الهندية- إذا أدخل الرجل ذكره في فم امرأته قد قيل يكره ، (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الثلاثون فى المتفرقات-5/372

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …