প্রশ্ন
যদি কোন ব্যক্তি ইমাম এক বা দুই রাকাত নামায পড়ার পর ইমামের সাথে শরীক হয়, তাহলে উক্ত ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকটি কিভাবে আদায় করবে? অর্থাৎ সে শেষ বৈঠকে কী পড়বে?
জবাব
بسم الله الرحمن الرحيم
ইমামের পিছনে যে ব্যক্তি এক বা ততোধিক রাকাত নামায পড়ে ফেলার পর শরীক হয় উক্ত ব্যক্তিকে ইসলামী ফিক্বহের পরিভাষায় মাসবুক বলে।
মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে প্রথমে তাশাহুদ পড়বে। তারপর কি করবে? এ নিয়ে বেশ কিছু মত পাওয়া যায়। কোন ফক্বীহ বলেছেন-ইমামের সাথে দরূদ ও দুআয়ে মাসুরা পড়বে। কেউ কেউ বলেন-চুপ থকেব। কেউ কেউ বলেন-অন্যান্য দুআয়ে মাসুরা পড়বে। কেউ বলেন-তাশাহুদ আবার পড়বে।
এসকল বক্তব্যের মাঝে সবচে’ অগ্রধিকারপ্রাপ্ত মত হল-মাসবুক ব্যক্তি ইমামের সাথের শেষ বৈঠকে তাশাহুদ ধীরে ধীরে পড়বে। এতটা ধীরে যে, ইমাম সাহেব তাশাহুদ শেষ করে, দরূদ ও দুআয়ে মাসুরাও শেষ করে ফেলতে পারে। তারপর ইমাম সালাম ফিরানোর পর মুনফারিদ তথা একাকি নামায পড়া ব্যক্তির মত বাকি নামায পূর্ণ করবে।
তথ্যসূত্র
১-ফাতওয়া শামী-২/২২০-২২১
২-ফাতওয়া তাতারখানিয়া-১/৫৫৯
৩-ফাতওয়া আলমগীরী-১/৯১
৪-আল বাহরুর রায়েক-১/৫৭৫
৫-আহসানুল ফাতওয়া-৩/৩৮১
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com