প্রশ্ন
মুহাম্মদ ওসমান গনি।জেলা-চিটাগাং।প্রশ্ন-মাওলা
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রসিদ্ধ দাঈ জুনায়েদ জামশেদ যে বক্তব্য দিয়েছেন তা বেআদবী করার জন্য দেননি। তিনি এটি অনিচ্ছাকৃত ভুল করেছেন। আর এ কারণে তিনি জনসম্মুখে ক্ষমা চেয়েছেন। কোন ব্যক্তি তার কৃত গোনাহের উপর আফসোস এবং ক্ষমা চাওয়ার পর সে বিষয় নিয়ে কথা বলা, দোষারোপ করা জায়েজ নয়।
এ বিষয়ে আমাদের প্রকাশিত ভিডিওটি দেখুন-
আম্মাজান আয়শা রাঃ সম্পর্কে জুনায়েদ জামশেদের বক্তব্য এবং কতিপয় ব্যক্তিদের অন্ধ আক্রশের জবাব
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।