السلام عليكم ورحمة الله وبركاته
মিডিয়া অঙ্গনে অনেক আগে থেকেই অভাব ছিল আহলে হকের পক্ষে শক্তিশালী মিডিয়ার। আমাদের কাছে মিডিয়া না থাকার কারণে সকল বাতিল শক্তি হক ও হক্কানিয়্যাত সম্পর্কে অবলীলায় মিথ্যা সংবাদ ও অসত্য কথন ছড়িয়ে আসছে।
এহেন মুহুর্তে সকল মত ও পথের উপর দ্বীনকে বিজয়ী করার কুরআনিক আদেশ পালনার্থে প্রয়োজন ছিল অনলাইন ও মিডিয়ার মাধ্যমে দ্বীনের সঠিক ব্যাখ্যাকে জাতির সামনে উপস্থাপন করা।
সেই প্রেরণা থেকেই যাত্রা শুরু হল আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের।
স্বপ্নটি বাস্তবায়নের জন্য পাড়ি দিতে হবে অনেক পথ। মাথায় নিতে হবে এক বিশাল বোঝা। কিন্তু আল্লাহ তাআলা যদি কোন কিছুকে সহজ করে দেন, তাহলে দুনিয়ার তাবৎ কিছু মিলেও সে পথকে দুর্গম করতে পারে না। আর আল্লাহ তাআলা কোন পথকে দুর্গম করে দিতে চাইলে, পৃথিবীর সকলে মিলে সেই পথকে সুগম করতে পারবে না।
প্রাতিষ্ঠানিক রূপে বাতিলপন্থীদের মুকাবিলার প্রত্যয় নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে অফিস নেয়া হয়েছে।
আমাদের কার্যক্রম
১
প্রতি শুক্রবার বাদ মাগরিব থেকে দেড় ঘন্টাব্যাপী ফ্রি আকায়েদ ও মাসায়েল কোর্স
যাতে প্রতিটি মুসলমানদের জন্য আবশ্যকীয় আকিদা ও মাসায়েল দলীলভিত্তিকভাবে প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত কোর্সের প্রতিটি দরস ভিডিওতে ধারণ করা হচ্ছে। যা পর্ব আকারে ধারাবাহিক আপলোড করা হবে ইনশাআল্লাহ।
২
বিষয়ভিত্তিক অডিও ভিডিও প্রকাশ
আহলে সুন্নত ওয়াল জামাআতের সঠিক আক্বিদায় বিশ্বাসীদের উপর বাতিল ও ভ্রান্ত মতাদর্শীদের অপপ্রচারের দলীলভিত্তিক জবাবমূলক অডিও ভিডিও প্রকাশ করা। ইতোমধ্যে বেশ কিছু ভিডিও ধারণ করা হয়েছে। এডিটিং এর কাজ চলছে। কয়েকটি ইতোমধ্যে আপলোডও করা হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল
৩
প্রশ্নোত্তর ও বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ প্রকাশ
ওয়েব সাইটে করা সাধারণ মুসলমানদের দৈনন্দিন জীবনের বিভিন্ন যুগ জিজ্ঞাসার শরয়ী সমাধান প্রদান করা ইতোমধ্যেই শুরু হয়েছে আল্লাহর রহমাতে। সেই সাথে তৈরী করা হচ্ছে বিষয় ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ।
৪
বিষয়ভিত্তিক সেমিনার/মাহফিল আয়োজন
বাংলাদেশে প্রচলিত বাতিল মতাদর্শীদের সাথে সরাসরি বাহাস, সাধারণ মুসলমানদের মাঝে প্রচলিত ভুল ধারণা নিরসনে মাহফিল সেমিনার আয়োজনেরও রয়েছে আমাদের দৃঢ় পরিকল্পনা।
৫
প্রয়োজনীয় গ্রন্থ প্রকাশ
ইতোমধ্যে আমাদের বেশ কিছু গ্রন্থ প্রকাশের কাজ হাতে নেয়া হয়েছে। লিখিত আকারে রয়েছে বেশ কিছু বই। ইনশাআল্লাহ অচিরেই তা ছাপার মুখ দেখবে।
৬
তালীমুল ইসলাম নৈশ মাদরাসা
জেনারেল শিক্ষিতদের জন্য আলেম হবার সুবর্ণ সুযোগ। জেনারেল শিক্ষিত যেসব ভাইয়েরা কুরআন ও হাদীস সম্পর্কে সম্মক অবগতি লাভ করতে আগ্রহী সেসব ভাইদের জন্য খোলা হয়েছে ৫ বছরের আলেম কোর্স।
যাতে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা অভিজ্ঞতালব্ধ নিজস্ব সিলেবাস দ্বারা দরস প্রদান করা হচ্ছে।
৭
ইফতা ও দাওয়া বিভাগ
ইনশাআল্লাহ আগামী ১৪৩৬/৩৭ হিজরী মোতাবিক ২০১৫/১৬ ঈসাব্দ শিক্ষাবর্ষে খোলা হবে ফিক্বহ ও ফাতওয়ার উচ্চতর গবেষণা বিভাগ “ইফতা”।
সেই সাথে প্রচলিত সকল ফিরাকে বাতিলা ও পৃথিবীর সকল ধর্মাবলম্বীদের দ্বীনে ইসলামের পথে দাওয়াত দেয়ার পদ্ধতি সম্পর্কে সম্মক অবগতির জন্য খোলা হবে “আততাখাসসুস ফিদদাওয়াহ ওয়াল ইরশাদ”।
সকলের আন্তরিক দুআর আবেদন থাকবে। আল্লাহ তাআলা যেন বাতিলের এ জোয়ারের মাঝে হক ও হক্কানিয়্যাতকে দ্বিধাহীনভাবে প্রচারের তৌফিক দান করেন।
মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের মনোনীত দ্বীনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামীনের রেজামন্দী হাসিল করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমীন।
সকলের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামণা।
যোগাযোগ ও পরামর্শ পাঠানোর ঠিকানা
লুৎফুর রহমান ফরায়েজী
তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার
(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)
১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।
[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]
একাউন্ট এড্রেস
islami bank bangladesh limited
Branch Rampura, Dhaka
Account Title- LUTFOR RAHMAN FARAZI AKRAM
Account No– 20502260202166316
সংক্ষেপে–21663
Bikas– 01723785925।
মেইল– [email protected]
মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।