প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / প্যান্ট শার্ট পরিধান করা এবং বিধর্মী রাষ্ট্রে বসবাস করার হুকুম কি?

প্যান্ট শার্ট পরিধান করা এবং বিধর্মী রাষ্ট্রে বসবাস করার হুকুম কি?

প্রশ্ন

আসসসালামু আলাইকুম,

আমি একজন প্রকৌশল বিদ্যার ছাত্র। আমার প্রশ্ন হলো-

টুপি পাঞ্জাবী-পায়জামা না পরলে গোনাহগার হতে হবে কি? প্যান্ট শার্ট পরলে কি গুনাহ হয় বিধর্মীদের অনুকরণের হাদিস অনুযায়ী?

উচ্চ শিক্ষার্থে বা বসবাসের উদ্দেশ্যে কাফের দেশ যেমন আমেরিকায় যাওয়া এবং থাকা জায়েজ কি?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبكاته

بسم الله الرحمن الرحيم

পেন্ট শার্ট পড়া প্রসঙ্গে

টুপি পাঞ্জাবী না পড়লে কেউ গোনাহগার হবে না। এটি সম্পূর্ণই মোহাব্বতের বিষয়। আমরা যাকে ভালবাসি তার মত আমরা সব কিছু করতে পছন্দ করি। আমরা আসলে ইসলামকে কতটুকু ভালবাসি? আমাদের প্রিয় নবীকে কতটুকু ভালবাসি? এরই প্রমাণবাহী হল তার মতই জামা পরিধান করা। তার মত জীবন যাপন করা।

যে পোশাক ইহুদী খৃষ্টানদের কালচার ও ধর্মীয় পোশাক হিসেবে বিবেচ্য ও প্রসিদ্ধ। তা পরিধান করা জায়েজ নয়। যেহেতু শার্ট পেন্ট এটি ইহুদী খৃষ্টানদের ধর্মীয় পোশাক নয়। বরং এটি এখন মুসলমানরাও ব্যাপকহারে পরিধান করে থাকে, তাই এটা পরিধান করা হারাম নয়। যেহেতু এটি ইহুদী খৃষ্টানদের ধর্মীয় পোশাক নয়। তবে পরিধান না করা উত্তম।

বিধর্মীদের ধর্মীয় পোশাক যেমন ক্রশের পরিচায়ক টাই, ধুতি ইত্যাদি পরিধান করা নিষেধ।

عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:: ” الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ

হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, ব্যক্তি [কিয়ামতের দিন] তার সাতে থাকবে যাকে সে মোহাব্বত করে। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৩৭১৮, বুখারী, হাদীস নং-৬১৬৮, ৫৮১৬}

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}

কাফের দেশে থাকা প্রসঙ্গে

নিজের আমল ও ঈমান ক্ষতিগ্রস্থ হওয়া শংকা না থাকলে কাফের রাষ্ট্রে পড়াশোনা করার জন্য যাওয়া ও থাকা জায়েজ আছে। {ফিক্বহী মাক্বালাত-১/২৩২}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

No comments

  1. thanks jajakallah

  2. আবু সাইদ ইবন মুখতার

    সুন্দর উত্তর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস