প্রচ্ছদ / কসম ও মান্নত / নাবালেগ অবস্থায় মান্নত করলে বালেগ হবার পর পূর্ণ করা আবশ্যক কি?

নাবালেগ অবস্থায় মান্নত করলে বালেগ হবার পর পূর্ণ করা আবশ্যক কি?

প্রশ্ন

নাবালেগ অবস্থায় মান্নত করলে বালেগ হবার পর পূর্ণ করা আবশ্যক কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, বালেগ হবার পর তা পূর্ণ করা জরুরী নয়। নাবালেগ অবস্থায়ও তা পূর্ণ করা জরুরী ছিল না।

عن على رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: رفع القلم عن ثلاثة: عن النائم حتى يستيقظ،وعن الصبى حتى يبلغ، وعن المتوه حتى يعقل، (رواه الترمذى وابو داود والدارمى عن عائشة وابن ماجه عنهما)

أَمَّا الَّذِي يَتَعَلَّقُ بِالنَّاذِرِ فَشَرَائِطُ الْأَهْلِيَّةِ:(مِنْهَا) الْعَقْلُ.(وَمِنْهَا) الْبُلُوغُ، فَلَا يَصِحُّ نَذْرُ الْمَجْنُونِ وَالصَّبِيِّ الَّذِي لَا يَعْقِلُ، لِأَنَّ حُكْمَ النَّذْرِ وُجُوبُ الْمَنْذُورِ بِهِ، وَهُمَا لَيْسَا مِنْ أَهْلِ الْوُجُوبِ، وَكَذَا الصَّبِيُّ الْعَاقِلُ؛ لِأَنَّهُ لَيْسَ مِنْ أَهْلِ وُجُوبِ الشَّرَائِعِ، (بدائع الصنائع، كتاب النذر، بَيَانِ رُكْنِ النَّذْرِ وَشَرَائِطُهُ-5/81)

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস