প্রচ্ছদ / পাক নাপাক / নাপাক স্থানে জায়নামায বিছিয়ে নামায পড়লে হবে কি?

নাপাক স্থানে জায়নামায বিছিয়ে নামায পড়লে হবে কি?

প্রশ্ন

শ্রদ্ধেয় মুফতি সাহেব,

আমার ছোট বাচ্চাটি প্রসাব করে ঘর নাপাক করে ফেলে।একবার কাপড় ভিজিয়ে পরিষ্কার করি এবং জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করি। এবং প্রায়ই সে বিছানার চাদর, পাটি বিভিন্ন জায়গায় প্রসাব করার কারণে অনেক সময় ভুলেও যাই যে এই জায়গাটিতে সে পেশাব করেছে। কিন্তু নামাজের সময় জায়নামাজ বিছিয় নামাজ আদায় করি। প্রশ্ন হচ্ছে এরূপ পাকা ফ্লোরে শুকিয়ে যাওয়া জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে?

সাইফ

ঢাকা, বাংলাদেশ

উত্তর

بسم الله الرحمن الرحيم

 নাপাক স্থানের উপর কাপড় বিছিয়ে নামায পড়লে নামায আদায় হয়ে যাবে। কোন সমস্যা নেই। সে হিসেবে জায়নামায বিছিয়ে নামায পড়লেও হয়ে যাবে।

لو بسط الثوب الطاهر على الأرض النجسة وصلى عليه جاز (البحر الرائق، كتاب الصلاة، باب شروط الصلاة-1/268)

তথ্যসূত্র

আল বাহরুর রায়েক-১/২৬৮

ফাতওয়া শামী-১/৬২৬

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

একজন মহিলার সামনে বর ও কনে ইজাব কবুল করে নিলে কি বিয়ে হয়ে যাবে?

প্রশ্ন প্রশ্নঃ আমি প্রেম করে পালিয়ে বিয়ে করেছি। কিন্তু কোনও কাজী বা মৌলভীর কাছে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস