প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / নতুন জামা ক্রয় করে এনে ধুয়ে পরিধান করা জরুরী?

নতুন জামা ক্রয় করে এনে ধুয়ে পরিধান করা জরুরী?

প্রশ্ন

নতুন জামা পরার হুকুম কি? ধুয়ে পরতে হবে,নাকি না ধুয়ে পরা যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

 

যদি কোন নাপাকী দেখা না যায়, আর নাপাকী থাকে বলে জানা না যায়, তাহলে সন্দেহের বশে উক্ত কাপড়কে নাপাক সাব্যস্ত করা হবে না। যদি কোন নাপাক দেখা যায়, বা উক্ত কাপড়ে নাপাক আছে মর্মে জানা থাকে, তাহলেই কেবল উক্ত কাপড়কে নাপাক বলা হবে।

বাকি ধুয়ে পরিধান করাই উত্তম।

إن اليقين لا يزول بالشك، (الأشباه والنظائر-1/183)

ومن شك فى إنائه أو ثوبه أو بدنه أصابته نجاسة أولا، فهو طاهر مالم يستيقن، (رد المحتار-1/151، التاتارخانية-1/146)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস