প্রশ্ন
ফারুক মজুমদার
প্রশ্ন : কোন মসজিদে ৩ দিনের তাবলীগ জামাত গিয়েছে।তারা মসজিদের ৩য় তলায় অবস্থান করছেন। মসজিদের নীচ তলায় জামাতে নামাজ হয় কিন্তু ২য় ও ৩য় তলা খালি থাকে। ৩য় তলায় ছামানা পাহারারত ব্যক্তি নীচতলায় জামাতে শরীক হলে ছামানা চুরির সম্ভাবনা রয়েছে; তবে এক্ষেত্রে সে কিভাবে জামাতে নামাজ আদায় করতে পারে???
জবাব
بسم الله الرحمن الرحيم
যদি লাউডস্পিকারের মাধ্যেমে বা অন্য কোন মাধ্যমে ইমাম কি করছে তা বুঝা যায় তাহলে নামায হয়ে যাবে। তবে নিচে এসে পড়াই উত্তম।
ولو قام على سطح المسجد واقتدى بإمام في المسجد إن كان للسطح باب في المسجد ولا يشتبه عليه حال الإمام يصح الاقتداء وإن اشتبه عليه حال الإمام لا يصح (الفتاوى الهندية، كتاب الصلاة، الفصل الرابع فى بيان ما يمنع الإقتداء الخ-1/88
তথ্যসূত্র
১-ফাতওয়া আলামগীরী-১/৮৮
২-ফাতওয়া তাতারখানিয়া-১/৬১৬
৩-আল মুহিতুল বুরহানী-২/১৯৫
৪-ফাতওয়ায়ে মাহমুদিয়া-৯/৫০৪-৫০৫
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
যাযাকাল্লাহ হযরত।