প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “তুমি মোবাইল ধরলে তালাক পাইবে” বলার পর মোবাইল ধরলে তালাক পতিত হবে কি?

“তুমি মোবাইল ধরলে তালাক পাইবে” বলার পর মোবাইল ধরলে তালাক পতিত হবে কি?

 প্রশ্ন

জনাব
আসসালামু আলাইকুম, বিনীত নিবেদন এইযে , করিম সাহেব তার স্ত্রীকে এই মর্মে নিষেধ করেছেন যে,আজ থেকে তুমি যদি মোবাইল স্পর্শ কর, তাহলে তুমি আমার কাছ থেকে তালাক পাইবে। (করিম সাহেব রহিম সাহেব কে সাক্ষী রাখিয়াছে)
এমতাবস্থায় যদি করিম সাহেবের স্ত্রী মোবাইল স্পর্শ করে তাহলে করিম সাহেবের স্ত্রীর উপর তালাক পতিত হইবে কি না ?
অতএব, উপরোক্ত বিষয়ের উপর সঠিক সমাধান দেওয়ার জন্য ফতোয়া বিভাগের সম্মানিত মুফতি সাহেবদের সু-দৃষ্টি কামনা করি।
নিবেদক-
মিজানুর রহমান(টিপু)
ইসলাম পুর, ঢাকা -১১০০
বিষয়টি পরিস্কার হবার জন্য তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়-

ওয়াআলাইকুম আসসালামু ওয়ারাহমাতুল্লাহ।

কয়েকটি বিষয় পরিস্কার করে লিখার অনুরোধ থাকবে।

১- মোবাইল স্পর্শ করলে তুমি তালাক একথা বলা হয়েছে নাকি তালাক পাইবে বলা হয়েছে?

২- তালাক পাইবে বলে উদ্দেশ্য কি ছিল? তালাক পতিত হয়ে যাবে নাকি তালাক স্বামী দিবে বলে ওয়াদা করছে বলেছে?

৩- কয় তালাক পাইবে বলে নিয়ত করেছিল স্বামী? নাকি কোন নিয়তই ছিল না?

এ তিনটি বিষয় পরিস্কার করে লিখার অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ তাহলে শরয়ী বিধান বলা সহজ হবে।

তারপর ভাইটির জানানো তথ্য এই-

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আপনার প্রশ্নের উত্তর হল —
১। তালাক পাইবে বলা হয়েছে।
২। এইখানে কোন ওয়াদা ছিলনা স্বামী তালাক পাইবে বলছে।
৩। কোন নিয়ত ছিলনা, কোন সংখ্যা উল্যেখ ছিলনা।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

অবস্থা যদি তা’ই হয় যা উপরে বর্ণিত হয়েছে। তাহলে উপরোক্ত সূরতে শরয়ী হুকুম হল, স্ত্রীর উপর এখনো কোন তালাক পতিত হয়নি। এটি কেবলি একটি ওয়াদা বলে সাব্যস্ত হবে। তালাক নয়।

صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة)

وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

তরজমাসহ কুরআন কি কুরআনের মতো সম্মানিত?

প্রশ্ন আসসালামু অলাইকুম। আমি জানতে চাই এক খন্ডের যেসব তাফসীর পাওয়া যায় সেগুলোতে পূর্ন আরবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস