প্রশ্ন
Janajar namaje hanafi mazhab onuzaye amra j sana o dua pori tar dolil jante chai
উত্তর
بسم الله الرحمن الرحيم
জানাযা নামায মূলত দুআ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُولُ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যখন মৃতের উপর নামায পড়বে, তখন ইখলাসের সাথে দুআ করবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩১৯৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৪৯৭, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩০৭৬, ৩০৬৫, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৬৯৬৪}
ইবনে হিব্বান রহঃ হাদীসকে সহীহ বলেছেন। {বুলুগুল মারাম-১০৭}
দুআ কিভাবে করতে হয়?
হযরত ফাজালা বিন উবায়েদ রাঃ বলেন, রাসূল সাঃ কে বলতে শুনেছি—-
إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ، وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ
যখন তোমাদের কেউ নামায পড়ে, তখন সে যেন আল্লাহর প্রশংসা দিয়ে নামায শুরু করে আর তার উপর সানা পড়ে। তারপর রাসূল সাঃ এর উপর দরূদ পড়ে। এরপর যা ইচ্ছে দুআ করে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৪৮১, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৩৯৩৭, তিরমিজী, হাদীস নং-৩৪৭৭, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৭১০}
عَنْ عَبْدِ اللهِ، قَالَ: كُنْتُ أُصَلِّي وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ مَعَهُ، فَلَمَّا جَلَسْتُ بَدَأْتُ بِالثَّنَاءِ عَلَى اللهِ، ثُمَّ الصَّلاَةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ دَعَوْتُ لِنَفْسِي،
হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ বলেন, আমি নামায পড়ছিলাম। রাসূল সাঃ, হযরত আবু বকর রাঃ, হযরত উমর রাঃ সাথে ছিলেন। তখন আমি [তাশাহুদে] বসে আল্লাহর উপর সানা পড়লাম। তারপর রাসূল সাঃ এর উপর দরূদ পড়লাম। তারপর নিজের জন্য দুআ করলাম। {সুনানে তিরমিজী, হাদীস নং-৫৯৩}
উপরোক্ত হাদীস দ্বারা একথা বুঝা যাচ্ছে যে, দুআ কবুল হবার জন্য প্রথমে সানা পড়তে হয়, তারপর দরূদ পড়তে হয়। তারপর দুআ করতে হয়। এটিই সুন্নত তরীকা। যা উপরোক্ত হাদীসগুলো দ্বারা পরিস্কার।
আর জানাযা নামাযও যেহেতু দুআ। তাই এর পদ্ধতিও ঠিক তাই। প্রথমে সানা পড়া হয়, তারপর দরূদ পড়া হয়, তারপর সবার জন্য দুআ করা হয়।
এ দুআ পদ্ধতি রাসূল সাঃ এর শিখানো পদ্ধতি। এভাবে জানাযা নামাযে দুআ করা হয় যাতে করে আল্লাহ তাআলা এ দুআকে কবুল করেন।
عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ كَيْفَ تُصَلِّي عَلَى الْجَنَازَةِ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «أَنَا، لَعَمْرُ اللَّهِ أُخْبِرُكَ. أَتَّبِعُهَا مِنْ أَهْلِهَا. فَإِذَا وُضِعَتْ كَبَّرْتُ، وَحَمِدْتُ اللَّهَ. وَصَلَّيْتُ عَلَى نَبِيِّهِ». ثُمَّ أَقُولُ: «اللَّهُمَّ إِنَّهُ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ
হযরত সাঈদ বিন আবূ সাঈদ মাকবূর রাঃ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি আবূ হুরায়রা রাঃ কে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানাযা পড়ে থাকেন? আবূ হুরায়রা রাঃ বললেন, আমি তোমাকে জানাচ্ছি, আমি মাইয়্যেতের ঘর থেকে মাইয়্যেতের সঙ্গে সঙ্গে আসি। এরপর যখন খাটিয়া রাখা হয়, তখন [জানাযার নামাযে] তাকবীর দিয়ে হামদ ছানা পড়ি, এবং দরূদ পড়ি এরপর দুআ পড়ি আল্লাহুম্মাদ আবদুকা…..। {মুয়াত্তা মালিক, হাদীস নং-১৭, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১১৩৭৭, শরহু সুন্নাহ লিলবাগাবী, হাদীস নং-১৪৯৬}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।