প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / খালি মাথায় নামায পড়ার হুকুম কি?

খালি মাথায় নামায পড়ার হুকুম কি?

প্রশ্ন

খালি মাথায় নামায পড়ার হুকুম কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

খালি মাথায় নামায পড়া মাকরূহে তাহরীমী। কারণ রাসূল সাঃ টুপি বা পাগড়ি মাথায় দিয়েই নামায আদায় করতেন। {আপকি মাসায়িল আওর উনকা হল-৩/৩২৬}

وكيره ان يصلى حاسرا أى حال كونه كاشفا رأسه تكاسلا (حلبى كبير-348

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …