প্রশ্ন
From: নাজিয়া
Subject: কুরআন তিলাওয়াত
Country : Singapore
Mobile :
Message Body:
আসসালামু আলাইকুম।
পবিত্র কুরআন শরীফ এ মোট কয়টি সিজদা রয়েছে? কি ভাবে বুঝতে পারবো যে আমি এখন সিজদার আয়াত পড়ছি? এবং তিলাওয়াতের সিজদা কি নামাযের সিজদার মত?
অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
জবাব
بسم الله الرحمن الرحيم
পবিত্র কুরআনে মোট ১৪টি সেজদার আয়াত রয়েছে। মূলত সেজদার আয়াতগুলোতে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি স্বীকৃতির কথা আলোচিত হয়েছে।
সেসব আয়াত কোনটি? তা সাধারণত বর্তমান মার্কেটে ছাপা প্রতিটি কুরআনে কারীমে মার্ক করা আছে। আপনি কুরআনে কারীম পড়ার সময় লক্ষ্য করবেন, যে আয়াত সেজদার সে আয়াতের উপরে চিহ্ন থাকে বা স্পষ্টই লিখা থাকে আরবীতে “সিজদা”। বা আয়াতে নাম্বার দিয়ে পাতার সাইডে লেখা থাকে সেজদা। এসব নিদর্শন দেখে আপনি নির্ধারণ করে নিবেন কোনটি সেজদার আয়াত। তাছাড়া কুরআনে কারীমের শুরুতেই অনেক কুরআন শরীফে লিখা থাকে কোথায় কোথায় সেজদার আয়াত আছে।
তিলাওয়াতে সিজদা নামাযের মতই। অর্থাৎ নামায সহীহ হওয়ার জন্য যা শর্ত সেজদার জন্যও তা শর্ত।
তিলাওয়াতে সেজদা দেওয়ার নিয়ম হল-
প্রথমে আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, তারপর তিনবার বা তার চেয়ে বেশি পরিমাণ বেজোড় সংখ্যায় সেজদার তাসবীহ পড়বে, তারপর আবার আল্লাহু আকবার বলে উঠে যাবে। ব্যাস সেজদায়ে তিলাওয়াত হয়ে গেল। এ হিসেবে বলতে পারেন, তিলাওয়াতে সেজদা নামাযের সিজদার মতই।
দলিল
فى رد المحتار- الإجماع على انه لو تراخى كان اذاؤ مع ان المرجح انه على الفور (رد المحتار-باب سجود التلاوة ،-2/583، وطحطاوى على مراقى الفلاح،- باب سجود السهو-390)
وفى الهندية-وشرائط هذه السجدة شرائط الصلاة الا التحريمة(الفتاوى الهندية-1/135، وطحطاوى على مراقى الفلاح-390
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
নামাজে তো একই সাথে থেমে থেমে দুটি সিজদা দিতে হয়। এখানেও কি তাই? নাকি একটা সিজদা দিয়েই উঠে যেতে হবে?
আর ইমাম শাফী রহঃ এর মতে তো একটা বেশি। ঐ টা কি সিজদাহ না? এর পিছনে কি কোন সহিহ দলিল নাই? জানিয়ে বাধিত করবেন।