প্রশ্ন
নাম- মোঃ শাফিউল হাসান
দেশ- বাংলাদেশ
বিষয়- নফল নামাজ সংক্রান্ত
সালামু আলাইকুম।
কোন একটি বিষয়কে সামনে রেখে নফল নামাজ মানত করা কি জায়েজ আছে? যেমন ভবিষ্যতে কোন একটি বিষয়ে সফল হলে আমি শুকরিয়া স্বরূপ ৪ রাকাত বা ৮ রাকাত নামাজ পড়বো। এইভাবে কি মানত করা যায়?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উদ্দিষ্ট কাজটি যদি জায়েজ কাজ হয়, তাহলে নফল নামায পড়ার মান্নত করলে উক্ত মান্নতটি সহীহ হয়ে যাবে। মান্নতকৃত কাজটি সম্পন্ন হয়ে গেলে মান্নতকৃত নামায ব্যক্তির উপর আদায় করা আবশ্যক।
فى رد المحتار- ( ومن نذر نذرا مطلقا أو معلقا بشرط وكان من جنسه واجب ) أي فرض كما سيصرح به تبعا للبحر والدرر ( وهو عبادة مقصودة ) خرج الوضوء وتكفين الميت ( ووجد الشرط ) المعلق به ( لزم الناذر ) لحديث ” { من نذر وسمى فعليه الوفاء بما سمى } ” ( كصوم وصلاة وصدقة )
প্রামান্য গ্রন্থাবলী:
১- ফাতওয়ায়ে শামী-৫/৫১৫-৫১৮
২-বাদায়েউস সানায়ে-৪/২২৮
৩-ফাতওয়ায়ে তাতারখানিয়া-৬/২৮১
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।